Last Updated on November 11, 2021 8:20 PM by Khabar365Din
৩৬৫দিন। ভাজপা’র সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার টুইটে শ্রাবন্তী লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করলাম, এই দলের হয়েই আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম। তাদের উদ্যোগের অভাব রয়েছে, এবং বাংলার উন্নয়নের জন্য প্রকৃত অর্থে আন্তরিকতার অভাব রয়েছে।’ প্রসঙ্গত, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা ভোটে ভাজপা’র প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গো-হারান হারার পর কার্যত ভাজপা সঙ্গে দূরত্ব তৈরি হয় শ্রাবন্তীর। সম্প্রতি, রাজ্য ভাজপা’র প্রাক্তন সভাপতি তথাগত রায় বিধানসভা ভোটে ভাজপা’র ভরাডুবি বিশ্লেষণ করতে গিয়ে কৈলাশ বিজয় বর্গী সহ কেন্দ্রীয় নেতৃত্বকে কাঠ গড়ায় তোলেন। ভাজপা’র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেন তথাগত রায়।
নারীর প্রতি আসক্তি ও মদ্যপান কেন্দ্রীয় ভাজপা নেতৃত্বের প্রধান দুর্বলতা বলে অভিযোগ করেন তথাগত রায় এবং শ্রাবন্তীকেও টার্গেট করেন তথাগত। ‘ভাজপা কেন্দ্রীয় নেতৃত্ব শ্রাবন্তীতে মজে রয়েছে, যার ফলে বাংলার দিকে মনোনিবেশ করার সময় পায়নি কৈলাস বিজয়বর্গীয় মত নেতৃত্বরা’ -সরাসরি এই অভিযোগ করেছেন তথাগত রায়। তবে শুধু শ্রাবন্তীই নয়, রাজ্য ভাজপা সূত্রের খবর, ইতিমধ্যেই অভিনেত্রী পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী ভাজপা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন দলের অন্দরে। নির্বাচনের পরে ভাজপা যে এই সকল অভিনেতা-অভিনেত্রীদের আবর্জনায় ছুরে ফেলে দিয়েছে তাতে বেজায় বিরক্ত শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা। কিন্তু যতোই বিরক্তি প্রকাশ করুক ভাজপাতে যোগ দেওয়া টালিগঞ্জের শিল্পীরা কেন্দ্রীয় নেতৃত্ব যে তাদের ওপরে কোন রকম ভাবে আস্থা রাখছে না, তা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।