বাংলার শিল্প সম্ভাবনাকে শোকেস মুখ্যমন্ত্রীর, শিল্পের আদর্শ পরিবেশ আছে বাংলায় বিনিয়োগ করুন

0

Last Updated on September 16, 2023 12:41 AM by Khabar365Din

৩৬৫ দিন। একবার অন্তত বাংলায় আসুন। ঘুরে দেখে যান শিল্পের জন্য কেমন পরিবেশ তৈরি করেছে বাংলা। দেখে যান বন্ধুত্বপূর্ণ পরিবেশে কীভাবে কাজ হয় এখানে। তারপর আপনারা বিনিয়োগ করুন। বাংলায় আপনাদের জন্য সমস্তরকম সুযোগ সুবিধা রয়েছে। সমস্ত ধরনের শিল্পের জন্য সরকার আলাদা ল্যান্ড ব্যাংক তৈরি রেখেছে। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি থেকে শুরু করে অনুমতির কোনও অভাব হবে না। সেই সঙ্গে বাংলায় রয়েছে বিশ্বমানের দক্ষ শ্রমিকরা। এভাবেই স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন তথা ইউরোপের প্রথম সারির শিল্পপতিদের সামনে বাংলার বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে স্পেনের বণিক সংগঠনের ৭২ জন প্রতিনিধিদের সামনে বাংলায় ব্যবসার জন্য ল্যান্ড ব্যাঙ্কের সুবিধা থেকে শুরু করে
সমস্ত ধর্মের বাসিন্দাদের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রসঙ্গ তুলে ধরে স্পেনের শিল্পপতিদের মমতা বলেন, আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়। ইউনেস্কো পর্যন্ত বাংলার দুর্গা পূজোকে আন্তর্জাতিক হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল। আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএস-এর আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।
মাদ্রিদে লা লিগার সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের অ্যাকাডেমি গঠন ও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে লা লিগা। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, স্পেনকে ভালোবাসি কারণ স্পেনের সংস্কৃতি, চিত্রকলা বা অনেক কিছুর সঙ্গে আমাদের সাদৃশ্য আছে। পাবলো পিকাসো বা লা লিগার নাম সবাই জানে। স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে। এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা। কপিল, সচিন, সৌরভের মতো ভারতে অনেক ক্রীড়া প্রতিভা আছে। মহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আছে বাংলায়। সম্প্রতি আপনারা দেখেছেন চাঁদের মাটিতে পা রেখেছে ভারতীয় চন্দ্রযান। ভাবতে পারেন যে সমস্ত বিজ্ঞানীরা এই চন্দ্র অভিযানে কাজ করেছেন, তাঁদের মধ্যে 40 জন রয়েছেন বাংলার। এরা সকলেই বিজ্ঞানী ও গবেষক। আমরা তাদের জন্য গর্বিত।

বিজিবিএসে আমন্ত্রণ

স্পেন কোথায় ইউরোপের শিল্পপতিদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
বাংলার গেম চেঞ্জার ফ্যাক্টর হল তার দক্ষ শ্রমিকরা। যা দেশে এক নম্বর। এখানে যেমন শিল্পের জন্য জমির কোনও অভাব নেই তেমনি সিঙ্গল উইনডোর মাধ্যমে সহজেই পরিকল্পনার ছাড়পত্র পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা দারুন উন্নত‌। আছে গভীর সামুদ্রিক বন্দরের সুবিধা। ল্যান্ড ব্যাঙ্কের সঙ্গে আছে জমি নীতি। বাংলায় বাণিজ্যের স্বার্থে একটি কমিটিও গড়ে দেওয়া হয়েছে। বাংলার বাণিজ্য সম্মেলনে সবাইকে আমন্ত্রণ জানাই।

বাংলায় বিনিয়োগের পক্ষে ব্যাটিং শিল্পপতিদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারের স্পেন সফরে গিয়েছেন বাংলা তথা ভারতের বিভিন্ন রাজ্যের এক ঝাঁক প্রথম সারির শিল্পপতি। তারা আজ মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে বাংলার বিনিয়োগ বান্ধব ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি নিজেরা কোন কোন ক্ষেত্রে কতখানি বিনিয়োগ করেছেন তা তুলে ধরে বাংলায় বিনিয়োগের পক্ষে ব্যাটিং করলেন স্পেনের শিল্পপতিদের সামনে। যাদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা। টিটাগর রেল সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট তথা ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী, ইমামি গ্রুপের কর্ণধার আদিত্য আগারওয়াল, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশনের কর্ণধার প্রশান্ত মোদি, গোয়েঙ্কা গ্রুপের পক্ষ থেকে শাশ্বত গোয়েঙ্কা।

আজ মাদ্রিদে বাণিজ্য সম্মেলনের আগাগোড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে বানানো ছোট্ট একটি তথ্য চিত্রের প্রদর্শনের পাশাপাশি বাংলার কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে এবং বাংলার সাহিত্য ও সাংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ স্পেনের

মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে তার সফর সঙ্গী শিল্পপতিদের বক্তব্য শোনার পরে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার বিষয় প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের একাধিক শিল্প সংস্থার কর্ণধারেরা। স্পেন চেম্বার অফ কমার্সের আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত ডিরেক্টর জেইম মন্তাল্ভো বলেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরাও নিয়মিত খবর রাখি। ভারতের স্পেনের যে সমস্ত শিল্প সংস্থা বিনিয়োগ করে তাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি গত এক দশকে বাংলার পরিকাঠামো থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা এতটাই বদলে গিয়েছে যেখানে এখন নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়। সব থেকে বড় যে বিষয়টি নিয়ে স্পেন তথা ইউরোপের শিল্পপতিরা নিশ্চিন্ত হয়েছে যে বর্তমান সরকারের আমলে বাংলায় যাবতীয় ধর্মঘট এবং কর্মবিরতি বন্ধ হয়ে যে কর্ম দিবস বৃদ্ধি পেয়েছে তা অত্যন্ত শিল্প সহায়ক। এর আগে বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে এটাই ছিল সবথেকে বড় সমস্যা।
মিনকোতুর বণিকসভার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্ণধার অ্যালিসিয়া ভারেলা দোনস বলেন, আমরা বাংলায় নির্মাণ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। অন্যদিকে স্পেন ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জোয়ান ইগনেশিও আন্ত্রেকেনেলস জানান চলতি বছরের নভেম্বরে বাংলায় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তারা স্পেন তথা ইউরোপের বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে আসবেন।