Train Accident: রেললাইনে ঢুকে পড়ল ট্রাক্টর! ধাক্কা মারতে মারতে বাঁচল ভুবনেশ্বর রাজধানী

0

Last Updated on June 7, 2023 7:16 PM by Khabar365Din

৩৬৫ দিন। রেলপথে বিপত্তি থামার কোনও লক্ষণ নেই। এবার অল্পের জন‍্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস। রেল লাইনে উঠে এল ট‍্যাক্টর, এমার্জেন্সি ব্রেক কষে কোনও ক্রমে ট্রেন থামান চালক। রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের সাঁওতালদিহি ক্রসিংয়ের কাছে। ওই পথে রাজধানী এক্সপ্রেস আসার আগে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হবার সময় তাতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর। গেট ভেঙে তা গিয়ে পড়ে একেবারে রাজধানীর ট্র‍্যাকে।

দূর থেকে বিষয়টি লক্ষ‍্য করেন রাজধানীর চালক। কোনও ক্রমে তিনি ট্রেনের গতি কমিয়ে এমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা এড়ান। এই ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিটের-ও বেশী সময় ওই।লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলের তরফে জানানো হয়েছে ট্রাক্টর চালক পলাতক। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের গেট ম‍্যানকেও সাসপেন্ড করা হয়েছে। কি ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন আসার মুখে তড়িঘড়ি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করাতেই এই বিপত্তি। আগে থেকে গেট বন্ধ করাও হয় না। রেল বিশেষজ্ঞদের মতে, রাজধানীর গতি এমনিতেই বেশী থাকে, এত দ্রুতগামী ট্রেনের পক্ষে এমার্জেন্সি ব্রেক কষা অত‍্যন্ত ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রেও দুর্ঘটনা ঘটতে।পারত চালক তৎপর ছিলেন বলে ঘটেনি কিন্তু প্রতিবার যে ভাগ‍্য সদয় হবে না তা তো বালেশ্বরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরেও রেলের এত গা ছাড়া ভাব বিষ্ময়কর।