Last Updated on November 6, 2023 12:52 AM by Khabar365Din
৩৬৫ দিন। রাবাডার গুড লেন্থ বলটা খানিক কোনাকুনি ছেড়েছিলেন। সামনের পায়ে শরীরের ভার ছেড়ে,সামান্য ব্যাক লিফটে নেমে এল ব্যাট। আর মন্ত্রমুগ্ধের মত বলটা কোহলির কাশ্মীর উইলোর মাঝ বরাবর ছুঁয়েই বাধ্য ছেলের মত কভারের দিকে ছুটল। আর গোটা ইডেন উঠে দাড়ালো। বেজে উঠল শঙ্খ, গোটা স্টেডিয়াম জুড়ে ৮০ হাজার মোবাইল ফোনের টর্চ জ্বলে উঠলো। তিনি শতরান ছুঁলেন। স্পর্শ করলেন শচীন টেন্ডুলকরের ৪৯ তম শতরানের দেবোত্তর সম্পত্তিকে। ৩৫ তম জন্মদিনে কলকাতাকে রিটার্ন গিফট দিলেন কিং কোহলি। জাদেজাকে সঙ্গে নিয়ে দলের স্কোর পৌঁছে দিলেন ৩২৬ রানে। জয় শাহ চাননি তো কি এসে গিয়েছে, কলকাতা তার নিজের মত করেই কিং কোহলির শয়তান উদযাপন করল স্টেডিয়ামে। তাঁর প্রতিটি রানে এসেছে জয়ধ্বনি। দুপুর থেকেই ইডেনের আজ উত্তেজনার সব মশলা মজুত ছিল। ৭০ হাজার ক্রিকেট পাগল দর্শকদের ইন্ডিয়া ইন্ডিয়া সমবেত চিৎকার প্রায় ধর্মতলা থেকে শোনা যাচ্ছিল। গান্ধী মূর্তির পাদদেশ থেকে ইডেনের আগ পর্যন্ত দেদার বিকোচ্ছে ভারতের জার্সি।
রোহিত, কোহলি, শুভমনের মুখোশ। মুখে রং দিয়ে পতাকা আঁকার বিশাল লাইন চার নম্বর গেট থেকে গোষ্ঠ পালের মূর্তি পর্যন্ত পৌঁছেছে। এমন ক্রিকেট উন্মাদনার শহর ছেড়ে কেন গুজরাটে প্রায় সব ম্যাচ হচ্ছে, ভেবে অবাক বিদেশি দর্শকরা। খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই দর্শক আবেগের বারুদ স্তুপে অগ্নিসংযোগ করে দিল রোহিতের কপিবুক প্রথম কভার ড্রাইভ। বাউন্ডারির দড়ি ছুঁতেই আবেগের বিস্ফোরণ। ইডেনে টস জিতে ব্যাটিং নেয় ভারত। হার্ড বাউন্সি পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত। রোহিত আর শুভমনের উইলো কাঠের শাসনে মাত্র ৪ ওভার পাঁচ বলেই ৬১ রানে পৌঁছে যায় ভারত। ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে রবাডার বলে শর্ট কভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও, ইডেনের উন্মত্ততা কমেনি এক চুল।
কারণ ইডেনের আসল আকর্ষণ ব্যাট হাতে কোহলি ড্রেসিংরুমে দাড়ানো,সেটা বড় পর্দায় অনেক বার দেখা হয়েছে। কভারে এবং লেগে দুরন্ত চার মেরে খাতা খুললেন কোহলি। ১০ ওভারের মাথায় আবার ছন্দপতন। ফর্মে থাকা শুভমন কেশব মহারাজের আপাত নিরীহ বলার লাইন মিস করে ২৩ রানে ফিরলেন। পিচ একটু স্লো হয়ে উঠছে, তখন ১১ ওভারে শতকের কাছাকাছি ভারতের স্কোর। এবার শ্রেয়াস আর কোহলির ওপর গুরু দায়িত্ত্ব। তাদের ১৩৪ রানের ইনিংসটা ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিল। ৩৮ ওভারে ২৩৫ রানে দলকে পৌঁছে দিয়ে ৮৭ বলে ৭৭ রানের অতি গুরুত্বপূর্ন ইনিংস খেলে শ্রেয়স প্যাভেলিয়নে ফিরলেন। এবার কোহলির উল্টোদিকে রাহুল। যদিও ব্যক্তিগত ৮ রানের মাথায় রাহুল ফিরলেন। রানের গতি সেভাবে বাড়ছিল না। ডি কক উইকেটের পিছনে উড়ন্ত ক্যাচ ধরে সূর্যকুমারকে মাত্র ২২ রানে ফেরত পাঠান। জাদেজা স্বাভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যাট চালালেন। ১৫ বলে ২৯ করে রান পৌঁছে দিলেন ৩২৬ এ।