Last Updated on August 6, 2021 12:05 AM by Khabar365Din
৩৬৫দিন। ভাজপা কর্মীদের জন্য বিশেষ ভ্যাকসিনেশন। রাজ্য সরকারকে উপেক্ষা করে এবার সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতালে দলীয় কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য ভাজপা। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ হেলথ ভলান্টিয়ার্স ক্যাম্পেন চালু হয়েছে রাজ্য ভাজপার পার্টি অফিসে। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি করার অপরাধে ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ। রেলের হাসপাতালগুলোতে যাতে সাধারণ বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াতের সঙ্গে কথা বলেছি। স্বাস্থ্যমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছি। যাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গা যেমন বিমানবন্দর, রেল হাসপাতাল, ইএসআই হাসপাতালে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ভ্যাকসিন দেওয়ার যায়।যাতে বঞ্চিত না হয়। কিন্তু প্রশ্ন উঠছে কি করে রাজ্য সরকারকে উপেক্ষা করে কেন্দ্র সরাসরি বিজেপি কর্মীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে? নিয়মমাফিক, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দেবে রাজ্য সরকারকে। রাজ্য সেই ভ্যাকসিন বন্টন করবে। এবং সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন। তৃণমূলের তরফে ভাজপার ভ্যাকসিন নিয়ে রাজনীতিকে তীব্র আক্রমণ করা হয়েছে। শাসক দলের দাবি, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আরো বেশি করে ভ্যাকসিন পাঠানোর দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ভাজপা শাসিত রাজ্যগুলিতে তুলনায় বেশি পরিমাণে ভ্যাকসিন পাঠাচ্ছে। কিন্তু ওইসব গেরুয়া শাসিত রাজ্যের তুলনায় বাংলার জনসংখ্যা অনেকটাই বেশি। তারপরেও শুধুমাত্র রাজনীতির কারনেই বাংলায় ভ্যাকসিন কম পাঠিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে।