Last Updated on November 26, 2021 7:45 PM by Khabar365Din
৩৬৫ দিন। ডেপুটেশন দেওয়ার নামে কৃষি দফতরে হামলা চালালো ভাজপা। আক্রান্ত হয়েছেন কর্তব্যরত কৃষি সম্প্রসারণ আধিকারিক। ডেপুটেশানের নামে দফতরের ভেতরে ঢুকে কৃষি আধিকারিকদের উপর চলে বেধড়ক লাথি, ঘুসি। মহিলাদের সামনে রেখে বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে পরিকল্পিত হামলা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের হরিপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের হরিপুর ৫নং অঞ্চল থেকে শুক্রবার হরিপুর কিষান মান্ডিতে ডেপুটেশন দিতে আসে ভাজপা। অভিযোগ ডেপুটেশান দেওয়ার নাম করে দফতরে ঢুকেই বিক্ষোভকারীরা ওই অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। চলে লাথি, ঘুসি মারা হয়। চরম হেনস্তার মধ্যে পড়তে হয় তাঁকে।এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
কৃষি দপ্তরের আধিকারিকদের অভিযোগ অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেয়া হয়েছে বেশকিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। কৃষি দপ্তরে কয়েকজন কর্মী এবং একজন আধিকারিক গুরুতর জখম। পুলিশ সূত্রে খবর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কে বা কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত হামলা চালানো হয় কৃষি দপ্তরে। শুভেন্দু’র মদতে বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।