Last Updated on September 7, 2021 12:46 AM by Khabar365Din
৩৬৫দিন৷ ভবানীপুরে মহা ফাপড়ে ভাজপা। উপনির্বাচন ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল ৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেও এখনোও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ভাজপা। ভাজপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের মুখ পোড়াতে চাইছেন না দলের ছোট বড় নেতারা। এমন অবস্থায় রাজ্য ভাজপার নির্বাচন কমিটির সদস্যরা ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসবেন মঙ্গলবার । সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কোনো হেভিওয়েট বর্ষিয়ান নেতা অথবা কোনো নতুন মুখকে দাঁড় করাতে চাইছেন দিলীপ ঘোষেরা। কোনোভাবেই তৃণমূলকে ওয়াকওভার দিতে রাজি নয় তারা। হার নিশ্চিত হলেও ভোটের ব্যবধান কমাতে চাইছে মুরলীধর সেন লেনের নেতারা।কিন্তু কে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী? ইতিমধ্যেই তথাগত রায়কে প্রার্থী করার কথা ভেবেছিলো অনেকেই। কিন্তু ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালকে প্রার্থী করতে রাজি নন রাজ্য নেতৃত্ব। এমনকি বোলপুরের পরাজিত প্রার্থী তথা ভাজপা থিংক ট্যাংক অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এলেও তিনি নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না।
কেন্দ্রীয় নেতৃত্ব আগেই জানিয়েছে যে আসনে উপনির্বাচন হচ্ছে সেই আসনে বিধানসভা ভোটের পরাজিত প্রার্থীরাই তাদের পছন্দের তালিকায় রয়েছে। যদিও রাজ্য নেতৃত্ব দিল্লিকে জানিয়েছে, উপনির্বাচনে সবকটি আসনেই নতুন মুখকে দলের প্রার্থী করা হোক।জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এই দুই কেন্দ্রের প্রার্থীদের মৃতুর কারণে নির্বাচন করা যায়নি। যার ফলে ভোট স্থগিত ছিল।কিন্তু ভবানীপুর আসনে শোভনদেব চট্টোপাধ্যায় ভাজপা প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ কে বিপুল ভোটে হারিয়ে বিধায়ক হন। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। এক্ষেত্রে ভবানীপুর আসন নিয়ে সবচেয়ে বেশি ফাঁপরে পড়েছে দিলীপ ঘোষরা। ভাজপা নেতারা খুব ভালো করেই জানেন ভবানীপুর আসনে তাদের হার নিশ্চিত।কিন্তু গত বিধানসভা ভোটে সেলিব্রিটিদের প্রার্থী করার অভিজ্ঞতা একেবারেই ভালো নয় তাদের। ফলে রুদ্রনীলের মতো কোন অভিনেতা কিংবা অন্য কোনো সেলিব্রিটিকে প্রার্থী করা হলে ফের একবার দলেরই মুখ পুড়বে। বিধানসভা ভোটের মত আবারো সেই একইভুল করতে চায় না দলের একাংশ। এদিকে, সোমবার দক্ষিণ কলকাতা জেলা এবং ভবানীপুরের মণ্ডল সভাপতির সাথে বৈঠক করেন অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং সহ অন্যান্য নেতারা।