ভাজপা নামছে,
৭ কমে ভাজপার বিধায়ক সংখ্যা ৭০

0

Last Updated on November 2, 2021 10:52 PM by Khabar365Din

৩৬৫দিন। দিনহাটা ও শান্তিপুর আসন দুটি বিধানসভা নির্বাচনে ভাজপার দখলে ছিল। ভাজপার মোট বিধায়ক সংখ্যা ছিল ৭৭। মাত্র ৫৭ ভোটে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে দিনহাটার বিধায়ক হন নিশীথ প্রামানিক। কিন্তু পরে দিনহাটা ও শান্তিপুরের আসনের বিধায়ক পদ ছেড়ে ভাজপার সাংসদ থেকে যান নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার।ফলে এই ২ আসনে উপ-নির্বাচন করতে হয়। খরদা,গোসাবা, দিনহাটা ও শান্তিপুর ৪ আসনের মধ্যে যেহেতু দিনহাটা ও শান্তিপুর ভাজপার দখলে ছিল, শুধু এই দুটি আসন ধরে রাখতে পারলে বাংলায় ভাজপার আসন সংখ্যা থাকত ৭২। কারণ দিনহাটা ও শান্তিপুর বাদ দিলে ভাজপার বিধায়ক সংখ্যা ছিল ৭৫। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই ভাজপার বহু বিধায়ক দলবদল করে তৃণমূলে নাম লেখায়।

এখনও পর্যন্ত মুকুল রায়, সৌমেন রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস ও কৃষ্ণ কল্যাণী মোট ৫ জন বিধায়ক ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।ফলে বর্তমানে ভাজপার বিধায়ক সংখ্যা কমে দাঁরয়েছে ৭০ এ। দু’দফার মোট সাতটি আসনে উপনির্বাচন হয়েছে। শান্তিপুর ও দিনহাটা ছাড়া ভবানীপুর, খরদা ও গোসাবা এই ৩ টি আসনই তৃণমূলের দখলে ছিল। এদিকে, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীর মৃত্যুর কারণে ভোটই করানো যায়নি। মোট এই ৫ আসন তৃণমূল যেমন দখলে রাখল তেমনই শান্তিপুর ও দিনহাটা আসন ভাজপার হাত থেকে ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। অর্থাৎ উপনির্বাচনে ৭ টি আসনই তৃণমূল দখলে রাখল। প্রসঙ্গত, আজ খড়দহ,গোসাবা, শান্তিপুর ও দিনহাটা উপনির্বাচনের ফলাফল পরিষ্কার হতেই দেখা যায় এই ৪ আসনেই বিপুল ভোটে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছে। বিকেলের মধ্যেই এই ৪ কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here