Last Updated on January 20, 2021 9:30 PM by Khabar365Din
৩৬৫ দিন। মাত্র বছরখানেক আগের কথা। কলকাতায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত কলকাতা বন্দরের নাম বদলে করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। তখন বাংলার শাসক দল তৃণমূল সহ রাজ্যের সর্বস্তর থেকে তীব্র ক্ষোভ জানানো সত্বেও শুধুমাত্র ভাজপা এবং আরএসএস কে খুশি করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নাম সরাতে রাজি হয়নি কেন্দ্রের মোদি সরকার। অথচ বাংলার বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বাঙালির নেতাজি আবেগের শান দিতে রাতারাতি নেতাজির জন্ম দিবসকে পরাক্রম দিবস এবং হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে হল নেতাজি এক্সপ্রেস। মঙ্গলবারই রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেলমন্ত্রক হাওড়া-কালকা মেলের নতুন নামে অনুমোদন দিয়েছে। এবার থেকে ট্রেনটির নতুন নাম হল নেতাজী এক্সপ্রেস। মূলত আগামী ২৩ জানুয়ারি বাংলার ভোটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসার যে পরিকল্পনা রয়েছে, তার আগে বাঙালির মন জয় করার আপ্রাণ চেষ্টা করল কেন্দ্র।
তবে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু নন, বাঙালির আবেগ এবং দেশপ্রেমে সুড়সুড়ি দিতে রাতারাতি ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে দেশজুড়ে ধুমধামের সঙ্গে শহীদ দিবস পালনের নির্দেশিকা জারি করল কেন্দ্রের ভাজপা সরকার।
অথচ জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ভাজপা এবং আরএসএস ভগবানের আসনে বসিয়ে পুজো করে দেশজুড়ে। কোথাও নাথুরাম গডসের নামে মন্দির, আবার কোথাও বা নাথুরাম গডসে জ্ঞান চর্চা কেন্দ্র বানিয়ে চলেছে ভাজপা এবং আরএসএস। গত লোকসভা নির্বাচনের আগেই নাথুরাম গডসেকে প্রকৃত দেশপ্রেমিক বলে দাবি করেছিলেন ভাজপা সাংসদ সাধ্বী প্রজ্ঞা। যদিও দেশ জুড়ে তীব্র নিন্দা এবং ধিক্কার এরপরে তাকে ক্ষমা চাইতে হয় এই মন্তব্যের জন্য।