Last Updated on November 19, 2021 12:04 PM by Khabar365Din
365 দিন। ভাজপার জেট পি ৬ নং মণ্ডল সভাপতি সহ মাথাভাঙ্গা ২ নং ব্লকের ২৫০ টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করল।
মাথাভাঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে নিউ চ্যাংড়াবান্ধা ব্লক তৃণমূল কার্যালয় এবং কুশিয়ারবারি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ে যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে নিউ চ্যাংড়াবান্ধা ব্লক তৃণমূল কার্যালয়ে ১৫০ টি পরিবার ভাজপা,সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।এরপর বিকালে কুশিয়ারবারি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ে যোগদান কর্মসূচীর মধ্য দিয়ে ভাজপার জেট পি ৬ নং মণ্ডল সভাপতি রাজ কুমার বর্মন সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০০ টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ নং ব্লক সভাপতি প্রদীপ রঞ্জন রায়,জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা।