Last Updated on February 23, 2021 11:16 PM by Khabar365Din


৩৬৫ দিন। মাদক পাচার মামলায় অবশেষে গ্রেফতার হলেন ভাজপা নেতা রাকেশ সিং। গোটা দিন ধরে পুলিশের চোখে ধুলো দেওয়ার পর অবশেষে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গোলসি থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। প্রথমে জানা গিয়েছিল রাকেশ সিং দিল্লিতে রয়েছেন।জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে রাজ্যেই রয়েছেন রাকেশ সিং, এমনকি হাইওয়ের ধারে পাশে রাকেশ সিং রয়েছেন সেটিও জানা যায়। তারপরেই রাকেশ সিংয়ের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। শুরু হয় বর্ধমানের হাইওয়ের ধারে নাকা চেকিং। তারপরই গোলসির সামনে একটি গাড়ি থেকে হাতেনাতে পাকড়াও করা হয় রাকেশ সিংকে। গাড়িতে সেই সময় কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভাজপা নেতা কৈলাশ বিজয়বর্গীর ঘনিষ্ঠ রাকেশ সিংকে এ দিন সকালেই তদন্তের প্রয়োজনে লালবাজার ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সিংকে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। তখনই দিল্লিতে যাওয়ার অজুহাত দেখিয়ে গা ঢাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাকেশ সিং। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই ভাজপা নেতা। কিন্তু হাইকোর্টে তার আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই রাকেশ সিং একপ্রকার নিশ্চিত হয়ে যান কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। এর পরেই নিজের দুই ছেলেকে পুলিশের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে বাড়ি থেকে পালিয়ে যান ভাজপা নেতা রাকেশ সিং। পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাকেশের দুই ছেলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা। তারপর রাকেশের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। একইসঙ্গে রাকেশের খোঁজ করতে কলকাতা পুলিশের একটি টিম বর্ধমানের দিকে রওনা হয়ে যায়। রাকেশ সিং এর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় রাকেশের দুই ছেলে পুলিশকে বাধা দেয় বলে অভিযোগ। এর পরেই দুজনকে গ্রেফতার করা হয়। এর ঠিক খানিক পরেই পূর্ব বর্ধমানের গোলসি থেকে গ্রেফতার করা হয় ভাজপা নেতা রাকেশ সিংকে। গ্রেফতারের সময় রাকেশ সিংয়ের গাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। গ্রেফতার করার পর রাকেশ সিংকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আশা হচ্ছে। সূত্রের খবর, আগামীকাল রাকেশ সিংকে আদালতে পেশ করা হবে।