কয়েক মিলিয়ন ডলার খরচ করেও “মেহুল ভাই”কে দেশে ফেরাতে ব্যর্থ ভাজপা সরকার

0

Last Updated on June 4, 2021 9:45 PM by Khabar365Din

৩৬৫দিন। মোদির মেহুলভাইকে দেশে ফেরত আনার প্রাথমিক পরিকল্পনা ধাক্কা খেল। একই সঙ্গে আন্টিগুয়ার বিরোধী রাজনৈতিক দল পিপিপি ‘র আনা অভিযোগ, অথাৎ মেহুলকে আনার প্রাথমিক পরিকল্পনায় ভারতের খরচ করা প্রায় ২৫০ কোটি টাকা জলে গেল বলে মনে করা হচ্ছে। ডমিনিক এর আদালতের প্রধান বিচারক বার্নি স্টেফানসন তাঁর শুনানিতে জানিয়েছেন, আপাতত মেহলকে ভারতে ফেরত নেওয়ার আবেদনে স্থগিতাদেশ দিয়েছেন।

ডমিনিকের এই মহিলা আইনজীবী জানিয়েছেন আপাতত এক মাস মেহুল প্রত্যর্পণ মামলার শুনানি স্থগিত রাখা হল, পরবর্তী শুনানি এক মাস বাদে। ভারত থেকে যাওয়া বিশেষ বিশেষ ৮ সদস্যের টিম খালি হাতেই দেশে ফিরেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার এয়ার ওয়েজের বিশেষ জেট বিমানটি ডমিনিক ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতের চাপেই আন্টিগুয়া সরকার আদালতকে জানিয়েছে,নাগরিকত্ত্ব দেওয়ার সময় তারা মেহুল এর ব্যাংক প্রতারণার কথা তারা জানত না। প্রয়োজনে তারা নাগরিকত্ব ফেরত নিতে পারে। মেহলের আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে, এবং চলতি বছরেই মামলা দায়ের করবে।সেই সঙ্গে তারা আদালতের কাছে আবেদন করেছেন,যাতে তাঁকে জামিন না দিয়ে ডমিনিকের জেল হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here