Last Updated on September 18, 2021 6:47 PM by Khabar365Din
৩৬৫দিন। ভাজপায় বড় ভাঙ্গন। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের ভাজপা সাংসদ বাবুল সুপ্রিয়। জহর সরকার সুস্মিতা দেবের পর এবার বাবুল সুপ্রিয়। পরপর তিন বাঙালি কে নিয়ে ২০২৪ সালের মহারণের প্রস্তুতি তৃণমূলের। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ক্যামাক স্ট্রীটের অফিসে হাজির হন বাবুল। সেখানেই হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাবুল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়নও।৭ জুলাই বাবুল সুপ্রিয় কে কেন্দ্রীয় মন্ত্রী তোর থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানিয়ে ৩১ জুলাই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল। যদিও তারপর কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়ে ওঠে তার সঙ্গে বৈঠকে বসে।
জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বেরিয়ে বাবুল জানান , তিনি রাজনীতি ছারলেও সাংসদ পদ আপাতত ছাড়বেন না। এমনকি অন্য কোনো দলেও যোগ দেবেন না বলেই জানিয়েছিলেন। এমনকি ভবানীপুরের উপনির্বাচনের প্রচারেও বাবুলের নাম রেখেছিল রাজ্য ভাজপা নেতৃত্ব। যদিও বাবুল তার ঘনিষ্ট মহলে জানিয়ে দেন তিনি কোথাও ভাজপার হয়ে প্রচারে যাবেন না।তৃণমূল সূত্রে খবর, বাবুল ভবানীপুরে মমতার হয়ে প্রচারে নামবেন।বাবুল সুপ্রিয় কে ভবানীপুরে প্রচারে আনতে চায় তৃনমূল কংগ্রেস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে চান তিনি। বিজেপির অভ্যন্তরে যে কুৎসা কেলেঙ্কারি চলছে সেগুলি রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে চান তিনি।