Last Updated on September 20, 2021 11:38 PM by Khabar365Din
৩৬৫দিন। ভাজপা রাজ্য সভাপতি পদে বড় রদবদল। দিলীপ ঘোষের জায়গায় রাজ্যের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বালুরঘাটের ভাজপা সাংসদ সুকান্ত মজুমদার। এবারও সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে আরএসএসের ওপরই ভরসা রাখল ভাজপার কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষের পর রাজ্য ভাজপার নতুন সভাপতি সুকান্ত মজুমদারও সংঘ পরিবারের সক্রিয় সদস্য।এদিকে দিলীপ ঘোষকে জাতীয় সহ সভাপতির পদে বসানো হল। নতুন পদে সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ।পদ চলে যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানিয়েছেন, অনেকদিন ধরেই কথা চলছিল, অনেকগুলো নাম ছিল, তার মধ্যে সুকান্তকেই বেছে নেয়া হয়েছে। সোমবার সর্বভারতীয় কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা বিজ্ঞপ্তি প্রকাশ করে সুকান্ত মজুমদাদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন।বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বালুরঘাটের সাংসদ ডা সুকান্ত মজুমদারকে।
আগামিকাল থেকেই সভাপতির দায়িত্ব নেবেন সুকান্ত মজুমদার। সক্রিয়ভাবে আরএসএস এর নেতা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত তিনি। কিন্তু গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসন থেকে তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে ভাজপার সাংসদ হন তিনি। সাংসদ হওয়ার পর থেকেই ভাজপায় সামনের সারিতে উঠে আসতে শুরু করেন তিনি। নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণার পরই সুকান্ত মজুমদার জানান,দিলীপদা ও কেন্দ্রীয় নেতৃত্বের সবার সঙ্গেই কথা হয়েছে। আমার মূল লক্ষ্য দলকে শক্তশালী করা। দিলীপদা দলের যে শক্তিশালী ভিত তৈরি করে গিয়েছেন তাকে আরও মজবুত করাই এখন আমার লক্ষ্য। বাংলার ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী বিজেপি তৈরির লক্ষ্যই কাজ করব। বাঙালির ভবিষ্যত ও বাঙালির অস্তিত্বের জন্য বিজেপির শক্তিশালী হওয়া প্রয়োজন।প্রসঙ্গত ২০১৬ সাল থেকে রাজ্য সভাপতির দায়িত্বভার সামলাছিলেন দিলীপ ঘোষ। নির্বাচনের আগে দ্বিতীয় পর্যায়েও তাকে সভাপতি পদেই বহাল রাখা হয়। যদিও দ্বিতীয় পর্যায় সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত থাকলেও বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরেই পদ খোয়াতে হল তাকে।