Last Updated on July 29, 2021 12:35 AM by Khabar365Din
৩৬৫ দিন। কলকাতা হাইকোর্টে মিঠুন চক্রবর্তীর মামলা খারিজ করা পথে এগোচ্ছেন ভাজপার বিচারপতি কৌশিক চন্দ। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ তার নিজের পর্যবেক্ষণে তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। কৌশিক চন্দ পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছেন, ভোট প্রচারে গিয়ে সিনেমার উস্কানিমূলক ডায়লগ দিয়ে মিঠুন চক্রবর্তী কোন অপরাধই করেননি। শুধু তাই নয়, শোলে সিনেমার ডায়লগ কে টেনে আনেন তিনি। সিনেমার সংলাপ থেকে যে অশান্তি ছড়াতে পারে তা নিয়ে সরাসরি সন্দেহ প্রকাশ করে বিচারপতি কৌশিক বলেন, শোলে সিনেমায় আমজাদ খানের বিখ্যাত সংলাপ অমর হয়ে রয়েছে। আরো অনেক সিনেমাতেই এই ধরনের একাধিক সংলাপ রয়েছে। এরকম কোন সিনেমার জনপ্রিয় সংলাপ থেকে যে হিংসা বা উস্কানি ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে সন্দেহ আছে। আইনজীবীদের একাংশ বলছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র ভাজপা ঘনিষ্ঠ তা আগেই প্রমাণিত হয়েছে। তাই তার এজলাসে শুনানি চালানো নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। কৌশিক চন্দের এজলাসে ভাজপা বিরোধী কোনো রায় মিলবে না তা এদিনের পর্যবেক্ষণ দেখেই আবারও বোঝা গিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।