Last Updated on April 26, 2023 7:49 PM by Khabar365Din
৩৬৫ দিন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না ভাজপা। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ভাজপা সর্বোচ্চ ১০৩ আসনে জিততে পারে। অন্যদিকে কংগ্রেস এবং তাদের প্রাক্তন জোট সঙ্গী জনতা দল সেকুলার এবারে আলাদা আলাদা ভাবে ভোটে লড়াই করলেও ভোটের পরে সংখ্যার বিচারে ভোট পরবর্তী জোট গঠন করে সরকার গঠন করতে পারে। এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র স্বরাজ্য পত্রিকায় প্রকাশিত প্রাক নির্বাচনী সমীক্ষাতে। যেখানে বলা হয়েছে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস জয় পেতে পারে ৯৪ আসনে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর দল জনতা দল সেকুলার পেতে পারে ২৭ আসন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল হতে চলেছে কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে। ২০২৩-এর প্রথম কোনো বড রাজ্যে নির্বাচন হতে চলেছে আগামী মাসের ১০ তারিখে। কর্নাটকে এই মুহূর্তে শাসকদলের ভূমিকায় থাকলেও ভাজপা ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অপারেশন লোটাস চালিয়ে মোটা টাকা দিয়ে কংগ্রেস ও জনতা দল সেকুলার বিধায়কদের কিনে নিয়ে পেছনের দরজা দিয়ে সরকার গঠনের অভিযোগ উঠেছিল কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে।

আরএসএসের প্রাক নির্বাচনী সমীক্ষা
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র বলে পরিচিত স্বরাজ্য পত্রিকায় যে প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশিত হয়েছে, সেখানে এশিয়া নেট নিউজ নেটওয়ার্ক ও জন কি বাতের যৌথ সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হয়েছে। এই সমীক্ষায় কর্নাটকের ২২৪ আসনকে মোট ৬ এলাকায় ভাগ করে কোন কোন বিধানসভা আসনে কোন দল কতগুলি আসন জিতবে তার রিপোর্ট প্রকাশিত হয়েছে স্বরাজ্য পত্রিকায়। যেখানে ভাজপার সবচেয়ে খারাপ ফল হতে পারে পুরনো মহীশুর এলাকায়। প্রসঙ্গত কর্ণাটক তথা দক্ষিণ ভারতের আইকন বলে পরিচিত টিপু সুলতানের রাজধানী ছিল এই মহীশুরে। ভাজপা কর্ণাটকের ক্ষমতায় আসার পরে যেভাবে টিপু সুলতানের সঙ্গে জড়িত বিভিন্ন আচার অনুষ্ঠান কর্নাটকের সমাজ থেকে মুছে ফেলার চেষ্টা করেছে তার ফলে বিস্তীর্ণ এলাকার মানুষ ভাজপার এই নীতির বিরুদ্ধে মত দেবে বলেই মনে করছে আরএসএস। সেই কারণেই এই এলাকার ৫৭ বিধানসভার মধ্যে ভাজপার ঝুলিতে আসতে পারে মাত্র ১২ আসন।
লোকপোল সমীক্ষাতেও ক্ষমতা হারাবে ভাজপা
তবে শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র নয় সর্বভারতীয় আরও একটি সমীক্ষক সংস্থা লোকপোল কর্ণাটকের প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা রিপোর্ট সামনে এনেছে। তাদের জনমত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদল ঘটতে চলেছে। অর্থাত্ ভাজপাকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩।
অর্থাত্ কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে গেলে ১১৩ আসন পেতে হবে। লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১২৮ থেকে ১৩১ আসন। অর্থাৎ কর্নাটকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেই ম্যাজিক ফিগার কংগ্রেস অতিক্রম করবে বলে এই সমীক্ষা বলছে। প্রসঙ্গত, কংগ্রেস গতবার পেয়েছিল ৮০ আসন। এবার তারা এই সমীক্ষা অনুযায়ী প্রায় দেড়গুণ আসন লাভ করতে চলেছে।
তবে এই সমীক্ষায় রীতিমত চাপে রয়েছে ভাজপা। লোকপোলের সমীক্ষায় ভাজপা এবার পেতে পারে ৬৬ থেকে ৬৯ আসন। অর্থাৎ ভাজপা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে বলে আভাস সমীক্ষায়। গতবার তারা ম্যাজিক ফিগার না পেলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র অনেক নীচেই থমকে যাবে বলে মনে করছে লোক পোল। লোক পোলের সমীক্ষা অনুযায়ী জনতা দল সেকুলার বা জেডিএস পেতে পারে ২১ থেকে ২৫ আসন। গতবার তারা পেয়েছিল ৩৭ আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১২ আসন কম পেতে পারে তারা। অন্যান্যরা এবার পেতে পারে ১ থেকে ২টি আসন। লোকপোলের প্রকাশিত এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট। আর ভাজপা পেতে পারে ৩০ থেকে ৩৩ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৫ থেকে ১৮ শতাংশ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৬ থেকে ৯ শতাংশ ভোট।
২০১৮ কর্ণাটক বিধানসভার ফলাফল
কর্নাটকের বিধানসভা নির্বাচনে গতবার ২০১৮ সালের নির্বাচনে বৃহত্তম দল হয়েছিল ভাজপা। তারা ১০৪ আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০ কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭ বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল ৩ আসন।