দলের মহিলা পঞ্চায়েত সদস্যকেই অপহরণ করল ভাজপা কর্মীরা

0

Last Updated on November 26, 2021 7:42 PM by Khabar365Din

৩৬৫ দিন। ভাজপার এক মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে দলেরই এক নেতা সহ চারজনকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায় । সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ভাজপা সদস্য পূজা মণ্ডল ঘোষ তার বাড়িতে হামলা এবং অপহরণের ঘটনার অভিযোগ দায়ের করেছেন পুরাতন মালদা থানায়। বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির নিতাই মন্ডল সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, রাতে ওই পঞ্চায়েত সদস্যকে পুলিশ উদ্ধার করার সময় তাদের কাজে বাধা সৃষ্টি করে নিতাই মণ্ডল সহ তার দলবল। সরকারি কাজে বাধা এবং পুলিশকে হেনস্তা করার অভিযোগের ভিত্তিতেই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশকে অভিযোগে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সদস্য পূজা মণ্ডল ঘোষ জানিয়েছেন, তার শ্বশুরবাড়ি সাহাপুরের নাগেশ্বর এলাকায় । দুদিন আগে তিনি সপরিবারে সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকার বাবার বাড়িতে ঘুরতে আসেন। বৃহস্পতিবার রাতে শশুর বাড়ি ফেরার সময় স্থানীয় বিজেপির একাংশ কর্মীরা তাকে বাড়িতে ঘেরাও করে তার ওপর চড়াও হয়। তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ । সেই সময় ওই পঞ্চায়েত সদস্যার স্বামী রাহুল ঘোষকেও হেনস্থা করা হয়। প্রাণ ভয়ে বিজেপি দলের ওই পঞ্চায়েত সদস্যা সংশ্লিষ্ট থানার পুলিশকে খবর দেয়। প্রথমে পুলিশের কয়েকজন অফিসার , কর্মীরা ওই পঞ্চায়েত সদস্যের পরিবারকে উদ্ধার করতে এলে তাদের সামনে বিজেপি একাংশ কর্মীরা বিক্ষোভ শুরু করে বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস। কিন্তু পুলিশের সামনেই ওই পঞ্চায়েত সদস্যার উদ্ধারের সময় সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এমনকি পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। কোনরকমে পুলিশ বিক্ষোভকারীদের বাধা পেরিয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ওই পঞ্চায়েত সদস্যা বিজেপির বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here