Last Updated on February 20, 2021 12:13 AM by Khabar365Din

■■
৩৬৫ দিন। আচমকা একদিনেই ফেমাস বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। নাহ সমাজ সেবার জন্যও নয়। একেবারে কোকেন পাচারের অভিযোগে শুক্রবারে গ্রেফতার হয়েছেন তিনি।তবে কে এই উঠতি নেত্রী? কিভাবেই বা তিনি হঠাৎ বিজেপিতে এলেন? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রথমত, ২০১৯ সালে বিজেপির দলে যোগদান।ঠিক তাঁর পরের বছরই বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক হন তিনি। রাজ্য সভাপতির কাছে এক বিজেপি নেতাই তাঁকে নিয়ে আসে। তারপরই শুরু হয় রাজনৈতিক জীবন। তবে এর আগে তিনি কি করতেন? কোথায় বা থাকেন তিনি? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এই বিজেপি নেত্রী শহরের পাটুলি থানা এলাকার বাসিন্দা। তিনি রাজনৈতিক মহলে অতি পরিচিত মুখ না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। সেখান থেকেও জানা গিয়েছে তিনি এ শহরেরই মেয়ে। বয়েস সম্পর্কে না জানা গেলেও তাঁর ফেসবুক একাউন্টে জন্মদিন ১৪ মে বলেই উল্লেখ করা রয়েছে। আরও জানা গিয়েছে,রাজনীতিতে আসার আগে তিনি মডেলিং করতেন। এমনকি বেশ কয়েক জায়গায় কর্মরত ছিলেন পামেলা। এয়ার ইন্ডিগো-য় প্রাক্তন বিমানসেবিকা হিসাবে কাজ করেছেন।শুধু তাই নয় একটি বেসরকারি সংস্থার ইন্টেরিওর ডিজাইনার হিসাবে কাজের অভিজ্ঞতাও রয়েছে বলে জানিয়েছেন নিজের ফেসবুক প্রোফাইলে। শুধু কলকাতাতেই নয় দিল্লীতেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। এমনকি শুধু মডেলিংই নয় অভিনয় করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত অভিনয় করেছেন তিনি। এমনটাই উল্লেখ করেছে ফেসবুক প্রোফাইলে। যদিও সে সম্পর্কে বিশদে কিছু জানাননি। কখনও বিমান সেবিকা আবার কখনও মডেলিং আবার কখনও অভিনয়। এত কিছু করার পর রাজনীতিতে যোগ। কিন্তু এই মাদক কারবারের সঙ্গে কতদিন জড়িত? সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ২ বছরের বেশি সময় থেকেই তিনি এই কারবারের সঙ্গে যুক্ত।

ছোট ছোট পাউচে করে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত কোকেন। জানা গিয়েছে, বাইকে করেই লোকজন আসত এই মাদক পাচার করতে। তবে এই কারবারিতে তিনি একা নন। সঙ্গী ছিলেন আরেক বিজেপি নেতা প্রবীর দে। শুক্রবার একই সঙ্গে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনিই বা কে? শোনা গিয়েছে, রাজারহাটে দুজনে মিলে একটি বিউটি পার্লার চালাতেন তাঁরা।এমনকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। দুজনে মিলেই এই কাজ করতেন। তবে প্রশ্ন? রাজনীতিতে আসার আগেই তিনি এই কারবারের সঙ্গে যুক্ত। তবে কি দলকে সামনে রেখে এই কাজ চালাতেন তিনি? এমন প্রশ্নই উঠছে। তাছাড়া বিভিন্ন সময় তাঁকে বিজেপি-র বিভিন্ন অনুষ্ঠানে দলের প্রথমসারির নেতাদের সঙ্গেও দেখা গিয়েছে পামেলাকে। মাত্র দুবছর রাজনীতিতে এসেই কেন্দ্রীয় নিরাপত্তা। এমনকি সম্প্রতি তাঁকে নেতাজির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে। কখনও আবার রাজ্যপাল জগদীপ ধকরের হাতে রাখি পড়াতেও দেখা গিয়েছে।শুধু তাই নয় জেপি নাড্ডা, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, কখনও আবার মুকুল রায়ের সঙ্গেও দেখা গিয়েছে।লিস্টে বাদ নেই বিজেপি নেতা জয়, তেজশ্রী সূর্য সহ অনেকেই। কিংবা রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে। তবে সামনে দলকে রেখে পেছনে চলত মাদক কারবার। তবে পুলিশের সন্দেহ ছিল আগে থেকেই। তবে এবার একেবারে হাতে নাতে ধরা পড়ল উঠতি বিজেপি নেত্রী। ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার করা হয় বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁর সঙ্গে থাকা আরেক বিজেপি নেতা প্রবীর দে কেও আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরের রাস্তায় গাড়ি ধাওয়া করা হয়। তারপরেই চারিদিক থেকে গাড়ি ঘিরে দেওয়া হয়। তারপরে তল্লাশির চালানো হয় নেত্রীর হ্যান্ডব্যাগ। সঙ্গে গাড়িও। তারপরই সেখান থেকে উদ্ধার হয় কোকেন।
দারুন খবর।