বাংলায় স্বাধীনভাবে চলাফেরা করা যাচ্ছে না

0

Last Updated on March 13, 2023 12:15 AM by Khabar365Din

ভাজপার বম্বে ব্রিগেড বাংলায় নেমেই হুঙ্কার
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘আমার সঙ্গে বডিগার্ড রয়েছে’
তিন চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায় এবার ‘বেঙ্গল ফাইলস’ বানাবো

৩৬৫দিন। বাংলার বিরুদ্ধে এবার রাস্তায় নামল ভাজপার বম্বে ব্রিগেড। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে এসে সরাসরি রাজনৈতিক বক্তব্য।
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আয়োজিতঅনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক ভাষণ দিলেন মোদি – শাহ ঘনিষ্ঠ বিবেক অগ্নিহোত্রী ও অনুপম খের। রবিবার কলকাতার জাদুঘরে খোলা হাওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলা ও বাংলার মুখ্যমন্ত্রীকে বেনোজিরভাবে অপমান করলেন কাশ্মীর ফাইলসের পরিচালক ও অভিনেতা। অনুষ্ঠানের মঞ্চ থেকে কাশ্মীর ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, তিন, চারশো মিনি কাশ্মীর রয়েছে বাংলায়। দায়িত্ব নিয়ে বলছি, বাংলা জাগরিত ডিএনএ।

বাংলার কাহিনি ভারতের সবাইকে বলতে চাই। বেঙ্গল ফাইলস বানাব। আমি বাংলায় এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছি না। দেখুন, সঙ্গে বডিগার্ড নিয়ে ঘুরছি। আপনাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে। এখানেই থেকে থাকেননি। বিবেক অগ্নিহোত্রী দেশের ঐতিহ্য নিয়ে বলতে গিয়ে বলেন, বাংলা মানে ৫ সি এস। করাপশন,কমিউনাল ভায়োলেন্স, চিপ ডায়লগ, চামচাগিরি।

এদিকে, সোমবার বিশ্বভারতীতে যাওয়ার কথা রয়েছে কাশ্মীর ফাইলস এর মূল অভিনেতা তথা ভাজপা ঘনিষ্ঠ অভিনেতা অনুপম খেরের।

অভিনেতা অনুপম খের : ছাত্রকর্মীরা যত বিক্ষোভই করুক’ কাল বিশ্বভারতী যাবই।

বিশ্বভারতীর ৫৭ তম বক্তৃতা সিরিজে অনুপম খেরের বক্তৃতার বিষয় পাওয়ার অফ ফেলিওর আলোচনা সভায় তাকে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যদিও বিশ্বভারতীর মতো সেন্ট্রাল ইউনিভার্সিটির আলোচনা সভায় কি করে একজন ভাজপা ঘনিষ্ঠ অভিনেতা যোগ দিতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তার মাঝেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপম খের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আমায় কেউ আটকাতে পারবেনা আমি আগামীকাল বিশ্বভারতীতে যাবই।

সোমবার বিশ্বভারতীর লিপিকা পেক্ষাগৃহে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।কলকাতায় ভারতীয় জাদুঘরে দাঁড়িয়ে একদিকে,কাশ্মীরের সঙ্গে বাংলাকে তুলনা করে গোটা দেশের সামনে বাংলাকে কলুষিত করলেন বিবেক অগ্নিহোত্রী। অন্যদিকে ভাজপা ঘনিষ্ঠ অনুপম খের রাজ্যের আইনশৃঙ্খলার নিয়ে সরাসরি অপপ্রচার চালালেন। যার তীব্র সমালোচনা করেছে বাংলার বুদ্ধিজীবী মহল।

কাশ্মীর ফাইলস এর পরিচালক অভিনেতা রাজ্যে এসে সরাসরি ভাজপা নেতাদের মতো বাংলার সরকারকে আক্রমণ করায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। যদিও বিবেক কিংবা অনুপম খেরের ভাজপা নেতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার নতুন কিছু নয়। বারবার নিজেদের শিল্পী সত্তাকে ভুলে গিয়ে একেবারে গেরুয়া বসন পড়ে তাদের বারবার বিরোধীদের আক্রমণ করতে দেখা গিয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার প্রচার করতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের হাতিয়ার বলিউডের ভাজপা ঘনিষ্ট পরিচালক ও অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here