শুভেন্দুর মৃতদেহের রাজনীতি, কোতুলপুরে কালো পতাকা দেখল শুভেন্দু, উঠল গো ব্যাক স্লোগান

0

Last Updated on December 20, 2021 11:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। কৃষক মৃত‍্যু নিয়ে রাজনীতি করতে এসে কোতুলপুরে কালো পতাকা দেখলেন শুভেন্দু। বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে পুলিশকে হুমকি শুভেন্দুর। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠ্যা গ্রামের আত্মঘাতী এক কৃষকের পরিবারে দেখা করতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। বাঁকুড়া জেলার সাত বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে সোমবার বিকালে বালিঠ্যা গ্রামে যাওয়ার পথে জলিঠা মোড়ে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়। স্লোগান ওঠে ‘ চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা ‘। কালো পতাকা প্রদর্শনের কিছুটা পরেই জলিঠা মোড়ে শুভেন্দু অধিকারীর পথ আটকায় পুলিশ।

বালিঠ্যা গ্রামে গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় পুলিশ ব্যারিকেড করে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয়। এরপর শুভেন্দু অধিকারী জলিঠা মোড়ে রাস্তায় নেমে প্রায় দশ মিনিট ধরে উপস্থিত পুলিশ আধিকারিকদের শাসাতে থাকেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( গ্রামীন) গনেশ বিস্বাসকে আঙুল উঁচিয়ে শাসানি দিয়ে বলেন, ” আপনাকে আমি দেখে নেব। চিনে রাখলাম। আমি ৩ বারের বিধায়ক ৩ বারের সাংসদ। এখন রাজ্যের বিরোধী দলনেতা। আমাকে আপনি চেনেন না। আমার পথ আটকানো হচ্ছে। আমি এর প্রতিবাদে আদালতে যাব। আপনাকেও আদালত পর্যন্ত নিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here