Last Updated on November 22, 2021 10:34 AM by Khabar365Din
৩৬৫ দিন। রাসের শোভাযাত্রার রাতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুন না দুর্ঘটনা, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকার।
সূত্রের খবর, এদিন সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান। শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও ওই মৃত নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের দাবি এই ঘটনার পিছনে অন্য কিছু কারণ থাকতে পারে। যেহেতু গতকাল শান্তিপুর রাসের শোভাযাত্রা ছিল তাই সারারাত মানুষের যাতায়াত ছিল। যেভাবে মৃতদেহটি পড়েছিল এবং রক্ত চারিদিকে ছড়িয়ে ছিল তাতে করে স্থানীয় বাসিন্দাদের দাবি এই মৃত্যুর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে। যদিও আদতে ঘটনাটা কি না কি নিছক দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য ওই যুবকের মৃতদেহ রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।