Last Updated on July 30, 2023 6:22 PM by Khabar365Din
৩৬৫দিন। ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই প্রথমে তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হলেও রাতে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার রাতের পর থেকে তার শারীরিক অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি। রবিবার সকাল ১০টা নাগাদ উডল্যান্ডসের ৯ সদস্যের মেডিক্যাল টিমের চিকিৎসকেরা তাঁকে আবার পরীক্ষা করেন।
উডল্যান্ডস হাসপাতালের তরফে রবিবার সকালে মেডিকেল বুলেটিন প্রকাশ করে বলা হয়,বুদ্ধদেব ভট্টাচার্যকে গতকাল (২৯ জুলাই) কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছিল। ফুসফুস এবং নিম্ন থোরাসিক অঞ্চলে সংক্রমণ আছে। তিনি বর্তমানে একই শারীরিক অবস্থায় আছেন। তার বুক ও ফুসফুসের সিটি স্ক্যান ( থোরক্স ) করা হবে।