ভবানীপুরে মমতা’র হয়ে প্রচার শুরু ফিরহাদের, ভোট হচ্ছে তাই বেজায় আপত্তি শুভেন্দুর

0

Last Updated on September 5, 2021 12:49 AM by Khabar365Din

৩৬৫দিন। শুধু মাত্র নির্বাচন ঘোষণার অপেক্ষা ছিল। শনিবার দিল্লি থেকে নির্বাচন কমিশন ৩ আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া মাত্রই ভবানীপুর আসনে জোরকদমে প্রচার শুরু করে দিল তৃণমূল। এদিন সন্ধ্যায় রং তুলি নিয়ে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লেখেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে, দুপুর থেকেই ভবানীপুর জুড়ে মমতার পোস্টার ব্যানার লাগানোর কাজ শুরু করে দেয় শাসক দলের কর্মীরা। কোনো পোস্টারে লেখা ভবানীপুর নিজের মেয়েকে চায় আবার কোথাও লেখা ভবানীপুরে খেলা হবে।

মূলত তৃণমূলের সংগঠন জয় হিন্দ বাহিনী এবং ভবানীপুরের একাধিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ফ্লেক্সগুলি লাগানো হয়। প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশন ভবানীপুর,জঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসনে উপ নির্বাচনের ঘোষণা করে। আগামী ৩০ সেপ্টেম্বরেই এই ৩ আসনে নির্বাচন হবে। বিধানসভা ভোটে ভাজপা প্রার্থী রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে হারিয়ে ভবানীপুরের বিধায়ক নির্বাচিত হন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব।তাই ভবানীপুর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here