বিক্ষিপ্ত অশান্তি সত্বেও ৪ কেন্দ্রে নির্বিঘ্নে ভোট, ভোটারদের প্রতিরোধে ভাজপার গুন্ডামি ব্যর্থ দিনহাটায়

0

Last Updated on October 30, 2021 10:54 PM by Khabar365Din

৩৬৫ দিন। ভাজপার বিক্ষিপ্ত অশান্তি পাকানোর চেষ্টা ছাড়া মোটের ওপর ৪ কেন্দ্রের উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে শেষ হলো। বিকেল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ল ৬৯.৯৭ শতাংশ। শান্তিপুরে ৭৬.১৪ শতাংশ, খড়দহে ৬৩.৯০ শতাংশ আর গোসাবায় ৭৫.৯১ শতাংশ। ৪ কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের দাবি বিপুল ভোটের ব্যবধানে জিতছে তৃণমূল। অন্যদিকে হারে নিশ্চিত বুঝে গিয়ে বিজেপির সাফাই ভোটে সন্ত্রাস হয়েছে এমনকি জাতীয় নির্বাচন কমিশন ও নিরপেক্ষভাবে কাজ করেনি। পাল্টা তৃণমূলের দাবি হাস্যকর কথা বলছে ভাজপা। বাংলার মানুষদের রাজনৈতিকভাবে বিদায় জানিয়ে দিয়েছে। শনিবার চারটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি গুন্ডামি চেষ্টা করে ভাজপা দিনহাটা আসনে। তৃণমূলের অভিযোগ বিভিন্ন বুথে বহিরাগতদের নিয়ে জমায়েতের চেষ্টা করে বিজেপি দিনহাটা কেন্দ্রের প্রার্থী অশোক মন্ডল নিজে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন যদিও তৃণমূল কর্মী এবং ভোটারদের প্রতিরোধের মুখে পড়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

উত্তর ২৪ পরগনার খড়দহেও বহিরাগতদের নিয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করে ভাজপা। সাধারণ ভোটারদের বহিরাগত বলে মারধরের চেষ্টা করেন খোদ বিজেপি প্রার্থী জয় সাহা। তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বেশ কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের এজেন্ট দের ঢুকতে বাধা দেয়। এমনকি যারা ভোট দিতে আসছেন তাদের থেকে জানতে চাওয়া হয় করোনার দুটি ডোজ টিকা নেওয়া হয়েছে কিনা। টিকা নেওয়া না হয়ে থাকলে ভোট দিতে দেয়া হবে না বলে অনেককে ফিরিয়ে দেয়া হয়। নদীয়া শান্তিপুর এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকেও বিজেপির দুষ্কৃতীদের গন্ডগোল পাকানোর বিক্ষিপ্ত কিছু খবর আসে যদিও তেমন বড় কোনো অশান্তির খবর এই দুই কেন্দ্র থেকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here