হাইকোর্টের রায়, ফিস নির্ধারণ করবে বেসরকারি স্কুলই

0

Last Updated on February 19, 2022 1:20 AM by Khabar365Din

৩৬৫দিন। স্কুলের (School) দরজা খুলে গেছে পড়ুয়াদের জন্য। তাই স্কুল ফিস এবার থেকে নির্ধারন করতে পারবে বেসরকারি স্কুল (Private School) কর্তৃপক্ষরা। এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের রায় দিয়ে জানান, যেহেতু সমস্ত ক্লাস চালু হয়ে গিয়েছে,সেহেতু বেসরকারি স্কুল গুলির ফিসের ওপর আদালতের আর কোনো শর্ত থাকছে না। প্রতিটি বেসরকারি স্কুলই তাদের মতো ফিসের উল্লেখ্য, এর আগে ২০২০ সালে করোনা কালে টিউশন ফিসের ৮০ শতাংশ ফি নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফলে, করোনা এবং লকডাউনের আবহে বেতনের ৮০ শতাংশ দেওয়ার যে কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে। আগামী ১ মার্চ থেকে সমস্ত বেসরকারি স্কুল তাদের ফী নতুন করে নির্ধারণ করতে পারবে ও নিতে পারবে।

অবিভাবকদের সংগঠনের পক্ষে সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন এই রায় এর ফলে তাদের ওপর যথেচ্ছ ফি নেওয়ার খাঁড়া নামিয়ে আনবে সব বেসরকারি স্কুল। গত বছরের হাইকোর্টের রায় দিয়ে জানিয়েছিল, সমস্ত বেসরকারি স্কুলগুলোকে তাদের টিউশন ফিসের ৮০ শতাংশ নিতে পারবে। এর বাইরে কোনো টাকা অভিভাবকদের কাছ থেকে নেওয়া যাবে না। যার কারণে স্কুল গুলি ২০২০ -২০২১ ও ২০২১ -২২ সালের সেশনে ফিস নিতে পারেনি। গত প্রায় ২ বছর ধরে সংক্রমণের কারণে অনলাইন ক্লাস নিচ্ছিল বেসরকারি স্কুল গুলি। কিন্তু চলতি সপ্তাহ থেকে স্কুলের সমস্ত ক্লাস চালু হওয়ায় এবার প্রতিমাসে স্কুলের ফিস আগের মতোই নিতে পারবে বেসরকারি স্কুল গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here