Last Updated on May 29, 2021 12:26 AM by Khabar365Din




৩৬৫ দিন। একটানা বাংলার সরকারের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রের ভাজপা সরকার। কোভিড পরিস্থিতি, ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবিলায় নিয়ে যখন একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করে চলেছেন বাংলার মুখ্যসচিব, এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৩১ মে দিল্লিতে যোগ দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মীবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে আগামী 31 মে সকাল দশটায় মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের পাঠানো এই চিঠি এসে পৌঁছেছে রাজ্যের কাছে। প্রসঙ্গত, গত ২৪ মে নবান্নে মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। গত বছর অক্টোবর মাসে মুখ্যসচিব পদের দায়িত্ব নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শেষ আট মাস ধরে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। সেই মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
চলতি মে মাসেই মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে। কোভিড পরিস্থিতির মধ্যে যেভাবে দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান মুখ্যসচিব, রাজ্যবাসীর স্বার্থে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব পদে রেখে দেওয়ার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায় রাজ্য সরকার। কোভিড পরিস্থিতিতে মুখ্যসচিব কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন, মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কেই আগামী তিন মাস পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকার রাজ্যের সিদ্ধান্তকে সায় দিলেও শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, আগামী 31 মে দিল্লিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করতে হবে। বিপর্যয়, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে মুখ্যসচিবকে দিল্লিতে যোগ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত যে আদতে বাংলার বিরুদ্ধে এক বড় চক্রান্ত, এমনই মত রাজনৈতিক মহলের।