Last Updated on November 3, 2021 11:08 PM by Khabar365Din
৩৬৫ দিন। দেশজুড়ে প্রবল চাপের মুখে অবশেষে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। বুধবার রাতে পেট্রোলের শুল্ক বাবদ লিটার পিছু ৫ টাকা করে কমানো হয়েছে। অন্যদিকে ডিজেলে লিটার পিছু ১০ টাকা দাম কমানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকরী হবে গোটা দেশে, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার দেশের সকল রাজ্যের কাছে আবেদন করেছে, রাজ্যের মানুষের স্বার্থে রাজ্য সরকার গুলি এবার পেট্রোল ও ডিজেলের ওপর থাকা ভ্যাট কমিয়ে দিক। বুধবার পর্যন্ত কলকাতায় পেট্রোলের লিটার পিছু ১১০.৪৯ টাকা এবং ডিজেলের লিটার কিছু দাম ১০১.৫৬ টাকা। প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলির আগের রাতে কেন্দ্রীয় সরকার দেশবাসীর চাপের কাছে নতি স্বীকার করে যেভাবে পেট্রোল ও ডিজেলের উপর থাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে তাতে নৈতিক জয় দেখছে বিরোধী রাজনৈতিক শিবির। গত কয়েক মাস ধরে একনাগাড়ে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেছে। যার ফলে ১০০ পেরিয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শুধু ১০০ পার করাই নয়, প্রতিদিন নিয়ম করে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এবং তার হাত ধরেই দাম বেড়েছে পেট্রোপণ্যের।
দাম বেড়েছে বাজারে থাকা শাকসবজি সহ আনাজের। নিম্নবিত্তের অবস্থা আরও করুণ হয়েছে, মধ্যবিত্তের হেঁসেলে আগুন লেগেছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে এর আগে তৃণমূল সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলি পেট্রোল ও ডিজেলের দাম কমাবার দাবি জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে ভ্রূক্ষেপ করেনি। পথে নেমে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতা করেছে বিরোধীরা, কখনো একজোট হয়ে কখনো পৃথক পৃথকভাবে বিরোধী শিবির কেন্দ্রের মোদি সরকারের চূড়ান্ত জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলেও দিল্লির মোদি সরকার ভ্রুক্ষেপ করেনি। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে, তবুও টনক নড়েনি ভাজপা সরকারের। যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তাতে দেশের সার্বিক পরিস্থিতি খুব শীঘ্রই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তাই প্রবল চাপের মুখে পড়ে অবশেষে পেট্রোল-ডিজেলের দাম কমাতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। তবে এদিনই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। যার ফলে আঁচ করা যাচ্ছে, আবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার, তাই এই পলিটিক্যাল স্টান্ট নিয়েছে কেন্দ্রীয় সরকার বলেই মত বিশেষজ্ঞ মহলের।