Last Updated on April 19, 2022 1:04 AM by Khabar365Din
অর্পিতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সাহা ■ আসানসোল
৩৬৫দিন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (Kolkata International Film Festival) উৎসবের উদ্বোধনী মঞ্চে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। আগামী ২৫ এপ্রিল নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে (Inaugural program will held on 25 April at Nazrul Mancha)। আসানসোল উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ের পর সসম্মানে কলকাতায় আসবেন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে । এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF2022) যোগ দেবেন শত্রুঘ্ন। উপনির্বাচনের বিপুল ভোটে জয়ের পর এখন আসানসোলে রয়েছেন নবনির্বাচিত সাংসদ। সেখানেই সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনছেন। শত্রুঘ্ন সিনহার সচিব জানিয়েছেন, বুধবার আসানসোল থেকে রাচি যাওয়ার কথা রয়েছে তার। তার মায়ের বার্ষিকী রয়েছে তাই রাচি থেকেই বিহারে নিজের বাসভবনে যাবেন। তারপরই ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য কলকাতায় আসবেন তিনি। ইতিমধ্যেই শত্রুঘ্ন কাছে ফিল্ম ফেস্টিভালের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে।
প্রসঙ্গত আগামী ২৫ তারিখের উদ্বোধন হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড।এবার সবমিলিয়ে মোট ১০৩টি ফিচার ফিল্ম এবং ৫৮টি শর্ট ফিল্ম ও ডকুমেন্ট্রি প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছর ভারতের অন্যতম চৰ্চিত এই ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮ টি আবেদন জমা পড়েছিল, সেখান থেকে বাছাই করে নেওয়া হয়েছে এই ১৬১টি ছবি, ছোট ছবি ও তথ্যচিত্র। মোট ১০টি ভেন্যু জুড়ে চলবে ছবি উৎসব, থাকবে মোট ২০০টি শো। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে মোট ৫৯টি ছবি।বিশেষ সন্মান বিভাগের ছবিতে দেখানো হবে বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জঁ পল বেলমন্ড, জঁ ক্লদ ক্যারিরে, সুমিত্রা ভাবের ছবি। হোমেজ বিভাগে সন্মান জানানো হবে প্রয়াত লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, ও অভিষেক চ্যাটার্জিকে।
এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। এই চলচিত্র পার্বণের সূচনায় সবচেয়ে বড় সুখবর, রাজ্যের উদ্যোগে হারিয়ে যাওয়া অসংখ্য বাংলা চলচ্চিত্র ডিজিটালি সংরক্ষণ করা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর উৎসাহে পরিচালক গৌতম ঘোষের নেতৃত্বে একটি বিশেষ টিম চলচিত্র শতবর্ষ ভবনে এই দুর্লভ ছবি সংরক্ষণ শুরু হয়েছে বলে জানালেন গৌতম ঘোষ। গত জানুয়ারিতেই হওয়ার কথা ছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে ক্রমশও তা পিছিয়ে যায়। সেই সময় করোনা আক্রান্ত হন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে কমিটির বেশ কয়েকজন সদস্য। এর পরেই উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা জানানো হয়।