Covaxin for children:
২ বছরের ঊর্ধ্বে শিশুদের কোভ্যাক্সিন দেওয়া হবে

0

Last Updated on October 12, 2021 5:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। উৎসবের মধ্যেই অবশেষে সুখবর এলো দেশের কয়েক কোটি শিশুদের জন্য। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার জন্য ছাড়পত্র দিল এক্সপার্ট কমিটি। ২-১৮ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেক এর তৈরি কোভ্যাক্সিনকে জরুরী ভিত্তিতে অনুমোদন দিল ডিসিজিআই অর্থাৎ ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে এক্সপার্ট কমিটির অনুমোদনের প্রেক্ষিতে এবারে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশ পাঠালে বিপুল হারে উৎপাদন শুরু হবে বলে জানা গিয়েছে ভারত বায়োটেক সূত্রে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল বা অনুমোদন কারী সংস্থা ডিজিসিআই-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক।

ভারতের শিশু ও কিশোরদের জন্য করোনা ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে জাইডাস ক্যাডিলা নামে অপর একটি টীকা প্রস্তুতকারক সংস্থাও। এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক সঞ্জয় কে রাই বলেন, তিনটি বয়সের গোষ্ঠীর মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়াল চালানো হয়েছে। প্রথমে ১২-১৮ বছরের মধ্যে চালানো হয়েছে ট্রায়াল। তারপর ৬ থেকে ১২ বছর এবং ২ থেকে ৬ বছরের মধ্যে ট্রায়াল চলেছে। প্রথমে আমরা ১২ থেকে ১৮ বছরের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছি। তারপর অন্য শ্রেণীর উপর পরীক্ষা শেষ হয়েছে। এই ট্রায়ালের ফলাফলের প্রেক্ষিতে দেখা গিয়েছে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের কোভ্যাক্সিনের সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা প্রায় সমান। তবে শিশু এবং কিশোরদের জন্য আপৎকালীন ভিত্তিতে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলেও কবে দেশের বাজারে আসবে এবং প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিন এর মত শিশু-কিশোরদের ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার বিনামূল্যে দেবে কিনা তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। আইসিএমআর সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে বেসরকারি হাসপাতাল থেকে শিশু কিশোরদের ভ্যাকসিন প্রতি টিকা পিছু কত টাকা লাগবে তার দাম চূড়ান্ত করে ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here