Last Updated on September 8, 2021 11:24 PM by Khabar365Din
৩৬৫ দিন। ভবানীপুর, চিরদিনের তাঁর পরিচিত কেন্দ্র, তৃণমূলের উপ নির্বাচনের প্রার্থী খোদ মমতা। বুধবার নির্বাচনের আগে প্রথম বুথ মিটিং এ একাধিক ইস্যুতে ভাজপার বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন মমতা। মমতা বললেন
১. ৯ ঘণ্টা জেরা করার পর অভিষেককে বলছে তুমি কাল আবার এসো। অভিষেকের যদি কোন বেআইনি কেস থাকে আইনত করো, কোন আপত্তি নেই। কিন্তু কোন কেস নেই, প্রমাণ নেই, বেআইনি কেস থাকলে প্রমাণ করুন। কলকাতা থেকে দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল। বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছে। দিল্লিতে ডাকছেন কেন? দিল্লিতে কার গালে চুমু খেতে হবে? এখানে করুন, এখানে আপনাদের অফিস আছে। দিল্লিতে নিয়ে যান কোন কোন রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে?
২. ওরা রাজনৈতিকভাবে লড়তে পারে না। ওরা কংগ্রেসকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে। ওরা মুলায়ম সিং, শরদ পাওয়ারকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে।
৩. এজেন্সি গুলি দিল্লিতে ডাকছেন কোন অসৎ উদ্দেশ্য নিয়ে? আর কারুর বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্বেও, আমাদের এজেন্সি আপনাদের কাউকে ডাকলে, তখন অর্ডার করিয়ে নিয়ে বলবেন, তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। কেন তিনি কি ভগবানের জ্যেষ্ঠ পুত্র? নারোদা কেসে সুব্রত মুখোপাধ্যায়, ববির ( ফিরহাদ হাকিম) নাম আছে। আর যে আসল চোর টাকা নিচ্ছে তার নাম নেই।
৪. আমি একটা সিটে হেরেছি। কিন্তু কোর্টে কেস করেছি। প্রমাণ না থাকলে কোর্টে কেস গৃহীত হয় না। ৫০০ ভোটার ছিল কোন বুথে, ভোট পড়েছে ১ হাজার, আমি লড়াই করতে গিয়েছিলাম। বাংলার সবটাই আমার। আমাকে ওর অনুরোধ করে, কৃষকদের নিয়ে আমার সেন্টিমেন্ট ছিল, এখনো আছে।
৫. যেভাবে নির্বাচন প্ল্যানিং করেছিলেন, যিনি করেছিলেন আমি জানি।
৬. বিজেপি বেড়ালের মতো বসে আছে। কি বলি সেটা নিয়ে অভিযোগ জানাবে। কাল পুজোর মিটিংয়ে কেন গেছি, তাও নিয়ে অভিযোগ। পুজোর সমন্বয় মিটিংয়ে গিয়েছিলাম। মুখ্য সচিব তো বলতেই পারেন। বিসর্জন হবে একমাস পরে এটা আগে থেকে প্ল্যানিং করতে হয়। মহামূর্খ দুর্মুখো গুলো জানবে কি করে?
৭. এমনভাবে তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, ভাবলে শিউরে উঠবেন। আমি একটা জায়গায় হেরেছি, কোর্টে গিয়েছি। ইলেকশন মেশিন নিয়েও প্ল্যানিংটা আমিও কিছু কিছু জেনেছি।
৮. যেই নির্বাচন ঘোষণা হয়েছে এজেন্সি নাচতে শুরু করেছে৷ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মিলে যা ইচ্ছে তাই করে যাচ্ছে৷ নির্বাচন ঘোষণা হল, অভিষেককে ডেকে পাঠালো, পার্থ চট্টোপাধ্যায়কে ডাক পেল৷
৯. এজেন্সির কোনও দোষ নেই। এজেন্সির অফিসারদেরও কোনও দোষ নেই। ওরাও চাপে আছে। ইসকো অ্যারেস্ট করো, উসকো অ্যারেস্ট করো- এ ভাবেই চলছে একটা সরকার।
১০. রুমে যাওয়ার জন্য চিঠি দিয়েছে আমাদের। আমরা জানতে পেরেছি, ও ভ্যাকসিন এর পাশাপাশি ভারত শ্রীলংকা বাংলাদেশের ক্ষেত্রে কভিশিল্ডও বাধ্যতামূলক যা নিয়ে আপত্তি রয়েছে। ভারতকে বিদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রী আপনি কি করে আমেরিকা যাচ্ছেন? আপনি যান, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনার জন্য যাচ্ছে, তাদেরও বিদেশে যেতে দিন। এই প্রশ্নের উত্তর জানতে চায় ভারত।
১১. বুথ অফিসার, আইসি, অবজার্ভার বদলে দিয়ে খালি ছাপ্পা মারা হয়েছে৷ বাধ্য হয়ে এক জায়গায় গিয়ে বসে থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি৷ এদের ষড়যন্ত্রের জন্য ফের নির্বাচনে আবার দাঁড়াতে হল৷
১২. আমি ভবানীপুরে নিজের ঘরে ফিরে আসতে পেরেছি৷ আমি নিশ্চিত, ভবানীপুরের মানুষও চেয়েছিলেন আমি এখানেই থাকি৷
১৩. ওরা ত্রিপুরায় ঢুকতে দিচ্ছে না। তৃণমূল নেতৃত্ব কে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমিও যদি এটা করি তাহলে একই দোষে দোষী হবো।
১৪. কোন ধরনের প্ররোচনায় পা দেবেন না।