১ লক্ষ ক্লাবকে ফুটবল, আর্থিক সাহায্য দেশজুড়ে খেলা হবে

0

Last Updated on August 2, 2021 10:56 PM by Khabar365Din

৩৬৫ দিন।‌ খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করতে হবে। আমি যখন নির্বাচনের সময় গ্রামে গ্রামে গেছি, সকলে একসঙ্গে চিৎকার করে উঠেছে, খেলা হবে। আজ দিল্লির সংসদে স্লোগান উঠছে, বিভিন্ন রাজ্যে আওয়াজ উঠছে খেলা হবে। খেলা কিছুটা হয়েছে, আবার খেলা হবে। বাংলাই পথ দেখিয়েছে, আগামীদিনে সারা দেশে খেলা হবে, সোমবার খেলা হবে প্রকল্পের উদ্বোধন মঞ্চে এ কথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
বিধানসভা নির্বাচনকালে বাংলার ‘খেলা হবে’ স্লোগান কেন্দ্রের স্বৈরাচারী ভাজপা সরকারের ত্রাহি রব তুলে দিয়েছিল।নির্বাচনে বাংলায় তৃতীয়বারের জন্য মমতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবার দেশজুড়ে ভাজপা বিরোধী খেলা হবে স্লোগান তুলেছেন গোটা দেশের মানুষ। খেলা হবে প্রকল্পের সূচনার পাশাপাশি আগামী ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গরিব ক্লাব গুলিকে ফুটবল দেবে রাজ্য সরকার। ১ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। আইএফএ অনুমোদিত ৩০৩টি ক্লাবকে ১০টি করে ফুটবল দেওয়া হবে। একটা ভাল গান তৈরি করতে হবে। আমরা খেলা হবে আওয়াজ তুললে, মেয়েরাও স্বাগত জানাত। প্রতিবছর ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। আইএফএ কে খেলা হবে দিবসে খেলার আয়োজন করার জন্য অনুরোধ করব। যে সকল ক্লাবগুলো অংশগ্রহণ করবে তাদের দশটি করে বল ও ১৫ হাজার টাকা করে হাতখরচ দেওয়া হবে। প্রসঙ্গত, সোমবার থেকেই ইনডোরে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি অনুষ্ঠান করা যাবে বলে আগেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকার। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাত্র ৭৬৫ জনের উপস্থিতিতে ক্রীড়া দফতরের খেলা হবে প্রকল্পের অনুষ্ঠান হয়। উল্লেখ্য, নির্বাচনের সময়ে বক্তব্য রাখার পরেই মঞ্চ থেকে উদ্বেলিত জনতার উদ্দেশ্যে মমতা প্রশ্ন করতেন, কি খেলা হবে? উচ্ছ্বসিত হয়ে বাংলার মানুষ প্রতিধ্বনি দিত, খেলা হবে। দেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, এক এক করে বিভিন্ন রাজ্যে খেলা হবে, ২০২৪ এ সারা দেশে খেলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here