Last Updated on February 4, 2021 12:36 AM by Khabar365Din
৩৬৫ দিন। আলিপুরদুয়ার। যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, বন সহায়ক পদে নিয়োগ নিয়ে ও কারসাজি করেছে। আমরা তার তদন্ত করছি। ৭-৮ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেলে, আমরা তা করতে পারব না। কিন্তু তদন্ত চলবে। আপনারা যারা বঞ্চিত হয়েছেন, তাদের দাবি সত্যি হলে আমরা তাদের নিয়োগে পুনর্বিবেচনা করব। প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বন সহায়ক পদে যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য সরকার, বুধবার নাম না করে, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এই নিয়োগে দূর্নীতির অভিযোগে জলদাপাড়ার চিলাপাতা, মাদারিহাট সর্বত্র অফিসে তালা ঝুলিয়েছে বন বস্তির মানুষেরা। তাঁদের অভিযোগ, বন বস্তির মানুষেরাই বনদফতরের নিয়োগে অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু বন সহায়ক পদে বিভিন্ন শহর এলাকার ছেলেমেয়েদের নিয়োগ করা হয়েছে। প্রাক্তন বন মন্ত্রী ভাজপা নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।এদিন দলবদলকারীদের প্রতি তৃণমূল সুপ্রিমোর কড়া হুঁশিয়ারি, যত চোর-গুণ্ডাদের নিচ্ছে বিজেপি। ওটা যেন ওয়াশিং মেশিন। দুর্নীতিবাজদের নিচ্ছে আর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করে দিচ্ছে। দুর্নীতিবাজ, চোর, দুষ্কৃতী সব বিজেপিতে যাচ্ছে আর সাফ হয়ে চলে আসছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনো দিন জিতবে না। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, দার্জিলিং থেকে পাহাড়, সব জায়গাতেই তৃণমূল জিতবে। সারা বাংলায় তৃণমূলই জিতবে। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি। বিজেপি টাকা দিলে নিয়ে নিন। কিন্তু ভোট দেবেন না। এদিন কর্মীসভার প্রকাশ্য মঞ্চ থেকে নেত্রী বলেন, তৃণমূল কংগ্রেসে নেতারা নেতা নন, নেতা হচ্ছে বুথের সাধারন কর্মীরা। তৃণমূল কংগ্রেসে টাকা দিয়ে টিকিট পাওয়া যায় না। টিকিটের জন্য কোন গ্রুপ করতে হয় না। অমুক দাদা, তমুক দাদাকে ধরেও টিকিট হবে না। সার্ভে করে যারা যোগ্য তাদের রাজ্য থেকে টিকিট দেওয়া হয়। প্রসঙ্গত, বন সহায়ক পদে দুর্নীতি নিয়ে তৃণমূল সুপ্রিমোর জনসভার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমরা বলেছিলাম বস্তির মানুষদের এই বন সহায়ক পদে নিয়োগের জন্য। কিন্তু মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় স্বজনপোষণ করে বিভিন্ন শহর এলাকার মানুষদের এই পদে নিয়োগ করেছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই নিয়োগের তদন্ত হবে। যারা যোগ্য প্রার্থী তাদের ভোটের পরে আমরা দেখব। তবে এদিন প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যে খুশি বস্তির মানুষেরা।