Last Updated on July 26, 2021 10:24 PM by Khabar365Din
৩৬৫ দিন। কিছুদিন আগেই বাংলা ও কেরালার দুই পদ্মপাল জগদীপ ধনকড় এবং আরিফ মোহাম্মদ খানের বিরুদ্ধে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন মমতা। জৈন হাওয়ালা কেলেঙ্কারি প্রকাশ্যে এনেছিলেন যে সাংবাদিক, সেই বিনীত নারায়ন এদিন মমতা দিল্লিতে সাউথ এভিনিউয়ে অভিষেকের বাড়িতে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই মমতার সঙ্গে দেখা করতে আসেন।
জানা গিয়েছে ভাজপা ক্ষমতায় আসার পরে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ভাজপা নেতা এবং ভাজপা ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণভাবে চেপে দেওয়ার পরেও যেভাবে মমতা তা আবার সর্বসমক্ষে নিয়ে এসেছেন তার জন্য মমতাকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে সর্বভারতীয় রাজনীতিতে মমতার সাফল্য কামনা করে ব্রজধামে পুজো দিয়ে প্রসাদী ফুল এবং প্রসাদ এনে মমতাকে উপহার দেন তিনি।