Last Updated on August 30, 2021 11:55 PM by Khabar365Din
৩৬৫ দিন। রাজ্যে এখন বিনিয়োগের নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে বর্ধমানের পানাগড় শিল্পতালুক। বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য। সেখানে তৈরি হচ্ছে একাধিক শিল্প। গড়ে তোলা হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ। ইতিমধ্যে এই শিল্পতালুকে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় গড়ে উঠছে আন্তর্জাতিক মানের পলিফিল্ম কারখানা। নবান্ন সূত্রে খবর, সেই কারখানার শিলান্যাস করতে মঙ্গলবার পানাগড়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে থেকেই শিল্পের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। পানাগর এ মুখ্যমন্ত্রী আসছেন, সেই কারণে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রশাসনিক সুত্রের খবর, মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে পৌঁছে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে প্রশাসনিক বৈঠকও করতে পারেন। বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
নবান্ন সূত্রে খবর, ৪০০ কোটি টাকা ব্যয়ে পানাগড়ে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যে বিনিয়োগের অন্যতম ঠিকানা হতে চলেছে পানাগড় শিল্পতালুক। এখানে বিনিয়োগ টানতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশ ও প্রশাসন শিল্পপতিদের সমস্যার সমাধান করতে তৎপর হয়েছে। অর্থাৎ, বিনিয়োগকারীদের বিনিয়োগকে সুরক্ষিত রেখে শিল্পায়নের দিকে নজর দিতে স্থানীয় প্রশাসনিক কর্তারা দফায় দফায় বৈঠকও করেছেন শিল্পপতিদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পানাগড় শিল্প তালুকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বহুগুণ বাড়াবে বলেই মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে রাজ্যের বিশিষ্ট বিনিয়োগকারীরা। সূত্রের খবর, পানাগড়ের অনুষ্ঠান থেকে থেকে শিল্পবান্ধব একাধিক ঘোষণা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। ফলত, এই সফরের দিকে তাকিয়ে শুধু রাজ্য নয়, গোটা দেশের শিল্পমহল।