Last Updated on January 2, 2021 10:48 PM by Khabar365Din
৩৬৫ দিন। জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যথা হওয়ায় নিজেই হাসপাতালে ভরতি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তাঁর। তবে আপাতত স্থিতিশীল রয়েছে তিনি। স্টেন্ট বসানো হয়েছে। একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেলের বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছে,তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে এখনও দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। জ্ঞান রয়েছে তাঁর। হাসপাতালের বেডে উঠে বসেছেন। কথাও বলছেন। এখন তিনি ভালোই আছেন। আপাতত ৪-৫ দিন চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবেন তিনি।ড.সরোজ মণ্ডলের নেতৃত্বে ৭ সদস্যের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। টিমেরই এক বিশেষজ্ঞ জানান, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সৌরভ। ফলে দ্রুত চিকিৎসা করা গিয়েছে। নিয়মমাফিক আমরা প্রথমে ইসিজি ও ইকো কার্ডিওগ্রাম করি। সেখানেই সমস্যা ধরে পরে। পরে আমরা অ্যানজিওগ্রাম করি। এদিকে,প্রাক্তন অধিনায়কের অসুস্থতা শুনে সৌরভকে দেখতে হাসপাতালে চলে যান
মুখ্যমন্ত্রী। সৌরভের কথাও বলেছেন তিনি।

চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন,বাকি দুটি ব্লকেজের জন্য বাইপাস সার্জারি করার প্রয়োজন নেই বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো সোমবার নাগাদ জানা যাবে। তবে চিকিৎসক এও স্পষ্ট করে দেন, যে রোগীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতেই হয়। তাই এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না তিনি। অন্ত তিন-চারদিন লাগবে তাঁর সুস্থ হতে। হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভের করোনা পরীক্ষা করা হয়। যদিও তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে হাসপাতালে তাঁকে দেখতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ডাক্তারের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বলে জানান অরূপ বিশ্বাস। রাজ্যপাল সহ অনেকেই গিয়েছেন তাঁকে দেখতে। তবে এখন তিনি স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।প্রসঙ্গত, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার রাতে জিম করার সময় বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণের জন্য ব্ল্যাক আউট হয়ে যায়। তবে জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি বিপদসীমার বাইরে। কার্ডিয়লজিস্ট সরোজ মন্ডল দেখছেন সৌরভকে। এছাড়াও নিউরোলজিস্টদের পরামর্শ নেওয়া হয়েছে। প্রথমে ইমারজেন্সিতে ভর্তি করা হলেও পরে ওয়ার্ডে শিফট করা হয় তাকে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সৌরভের অসুস্থতার খবর পেয়ে শচিন টেন্ডুলকার থেকে আরম্ভ করে ভিরাট কোহলি, যুবরাজ সিং প্রায় সকলেই তার সুস্থতা কামনা করে টুইট করেছেন।