Last Updated on September 2, 2021 12:10 AM by Khabar365Din
৩৬৫ দিন। একটানা মূল্যবৃদ্ধি হয়ে চলেছে রান্নার গ্যাসের। এই অবস্থায় ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি জানালেন। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির সরকারের মানব বিরোধী নীতি দেখে আমি অত্যন্ত ব্যথিত হই। পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, এলপিজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি এই অতিমারীর মধ্যে প্রত্যেকের জীবন বিপর্যস্ত করেছে। জনসাধারণের কাঁধে ভারী বোঝা চাপিয়ে দিয়েছে। দেশবাসীকে অত্যাচার করার কোন উপায় আর বাকি রাখেনি বিজেপি সরকার। তারা শুধু মানুষকে বঞ্চিত করতে পারে। এটা বরদাশ্ত করা যায় না ও এটি ক্ষমার অযোগ্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দেশবাসীর স্বার্থে তিনি যেন কোন উপযুক্ত পদক্ষেপ নেন। প্রসঙ্গত, মাত্র ১৫ দিনের ব্যবধানে রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ল ৫০ টাকা। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্ন ছুড়েছে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে সরব হয়েছেন অনেকেই। ক্ষোভ উগরে দিয়েছেন সেখানে। এই নিয়ে বারবারই সরব হয়েছে তৃণমূল। বুধবার কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯১১টাকা।
যা ২ সপ্তাহ আগে দাম ছিল দাঁড়ালো ৮৮৬ টাকা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৩২৭ টাকা বেড়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত সিলিন্ডারও ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। এই ভাবে দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। ১৫ দিন আগে এক লাফে দাম বেড়েছিল ২৫ টাকা। যা সত্যিই অভাবনীয় ছিল।এই দামেই হাত পুড়ছিল সাধারণ মানুষের। আর এখন আরও ২৫ টাকা বেড়ে যাওয়ায় বিপদ মধ্যবিত্ত।এভাবে দাম বাড়তে মানুষ রান্না করে খাবে নাকি না খেয়ে থাকবে সেই প্রশ্নও উঠেছে। এই করোনা পরিস্থিতির মধ্যে এভাবে গ্যাসের দাম বাড়তে থাকায় বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় কাজ হারিয়েছেন অনেকেই। কারও আবার দীর্ঘদিন ধরে বন্ধ ছিল অফিস। ফলে বেতন পাননি অনেকদিন। আর এই অবস্থার মধ্যে গ্যাসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। জানা গিয়েছে, এই মূল্য বৃদ্ধির জেরে গত ৬ মাসে মোট ১৪১ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের। আর একবছরের নিরিখে প্রায় ৩০০ টাকা বেড়েছে সিলিন্ডারের দাম। এর আগে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা ছিল। সেই দাম ১৫ দিন আগে বেড়ে হয়েছিল ৮৮৬ টাকা। তা এখন হল ৯১১ টাকা। এমনকি পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম। তবে এদিনের দাম বাড়ায় বেশ সমস্যার মুখেই পড়েছেন মধ্যবিত্তরা।