সিপিএমের ফ্ল্যাশ মব
টুম্পা ব্রিগেড চলাে
লজ্জিত, বিব্রত হবেন না সিপিএমকে গােল্লায় দিতে সুজনের প্ল্যান

0

Last Updated on February 27, 2021 3:51 PM by Khabar365Din

৩৬৫ দিন। সিপিএম এর মার্কিনী স্টাইলে ফ্ল্যাশ মব, উদ্দাম নাচ, ব্রিগেড চলভাবে কি ফিরে আসা যায়? টুম্পা সােনার পর এবার ফ্ল্যাশ মব থিওরি। বইমেলার মাঠে ভিড়ের মধ্যে হটাৎ নাচতে শুরু করল মেয়েরা। ব্রিগেড যাওয়ার আবেদন নয় জনা দশেক মেয়ের নাচাকোদা (খানিকটা হিপ হপ এর মতাে নাচার আপ্রাণ চেষ্টা) দেখে পাবলিক তাে হেসেই কুটিপাটি। দুদিন ধরে ভিক্টরিয়ার সামনে, শ্যামবাজার পাঁচ মাথার মােড়ে, হাইকোর্টের সামনে আবার কখ নও দক্ষিণ কলকাতার বইমেলার মাঠে সিপিম এর নাচ দেখিয়ে লােক টানার এই কৌশল লােক হাসানাে ছাড়া আর কিছু নয়। ওদের ধারণা মেয়েরা নাচলেই লােক হবে। দলে দলে যােগ দেবে। ব্রিগেড ভরানাের জন্য আর আদর্শ, সংগঠন, মায় মার্ক, এঞ্জেলসের ওপর আস্থা রাখতে পারছে না সিপিম। মাইক ফুকে ঘােষণা নয়, রাস্তার মােড়ে মােড়ে চৌকি ভাষণ নয়, টুম্পা সােনা গানের প্যারােডিকে হাতিয়ার করে, ফ্যাশ মবে মেয়েদের নাচ দেখিয়ে ঘুমন্ত কমরেডদের জাগাতে হচ্চে।

হায় অলিমুদ্দিন!বিজন ভট্টাচার্যদের সময় কিংবা নয়ের দশকেও পথনাটিকা ছিল। আজ সেই সংগঠনও নেই, আর ইন্টেলেকচুয়ালতাে বিলুপ্ত। জানা গিয়েছে, প্রমােদ দাশগুপ্ত ভবনে নাকি এই নাচের মহড়া চলেছে কয়েক সপ্তাহ। ছিঃ ছিঃ করছেন প্রাক্তন কমরেডরা। সুজন চক্রবর্তীর নেতৃত্বেই এই কেলেঙ্কারি। তলানিতে ঠেকা জনপ্রিয়তার ই হাল হল, তা কল্পনাও করতে পারছেন না, পুরানাে কমরেডরা কোথায় সেই সােনালী দিনগুলাে। কোথায় গেল রুচিবােধ, গণ সংগীতের আস্ফালন! ফিনিক্স পাখির ছাই গাদা থেকে যে নতুন কমরেডরা যাদের জন্য আদর্শবােধ নয়, টুম্পা সােনা কিংবা ফ্ল্যাশ মব থিওরি সংগঠনের চেয়ে অনেক বেশি গ্রহণযােগ্য ।মনটাই আক্ষেপ করছেন প্রাক্তন দাপুটে শ্রমিক নেতা বিজন সেন। দক্ষিণ কলকাতার আর এক প্রাক্তন লােকাল কমিটির নেতা পরিষ্কার বললেন, রুচিহীনতার পরিচয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here