টেক্সট বুকে ইতিহাস বিকৃতি, ইচ্ছে মত স্টেশন, সৌধের নাম পরিবর্তনের বিরুদ্ধে আদালতে যেতে চলেছে কংগ্রেস

0

Last Updated on May 26, 2023 7:23 PM by Khabar365Din

৩৬৫ দিন। কখনো তাজমহলের ভিতরে শিব মন্দির ছিল বলে তাজমহলে ভেঙে ফেলার দাবি আবার কখনো বা ভারতের ইতিহাস থেকে মুঘল শাসকদের নাম মুছে ফেলার দাবি তুলে আসছে কেন্দ্রের শাসক দল ভাজপা। দলের পাশাপাশি পিছিয়ে নেই কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগেই দেশের ইতিহাস নতুন নতুন করে লেখার জন্য ইতিহাসবিদদের আহ্বান জানিয়ে বলেছিলেন, আমি ঐতিহাসিকদের কিছু বলতে চাই। অনেক সাম্রাজ্য আছে, কিন্তু ইতিহাসবিদরা শুধুমাত্র মুঘলদের উপরই মনোনিবেশ করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সম্পর্কেই লিখেছেন। আমাদের সত্য লেখা থেকে কেউ আটকাতে পারবে না। আমরা এখন স্বাধীন। আমরা আমাদের ইতিহাস নিজেদের মতো করে লিখতে পারি।
শুধু নতুন করে ইতিহাস লেখার দাবি নয়, ভারতের ইতিহাস থেকে মুঘল তথা মুসলিম শাসকদের ইতিহাস মুছে ফেলে নতুন বিকৃত ইতিহাস লিখতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের ভাজপা সরকার। পাশাপাশি ভারতের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্র-ছাত্রীরা যেন দেশের প্রকৃত ইতিহাস জানতে না পারে তার জন্য পাঠ্যপুস্তকেও বিকৃত ইতিহাস অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিজেদের ইচ্ছেমতো ইতিহাসকে বদলে ফেলে বা ঐতিহাসিক ঘটনাকে নিজেদের মনের মতো করে রচনা করে পাঠ্যপুস্তকে ঢোকাতে চাইছে কেন্দ্রের ভাজপা সরকার।

এবারে ভাজপা তথা কেন্দ্রের ভাজপা সরকারের সেই চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করল কংগ্রেস। যেভাবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের বিভিন্ন শহর এবং ঐতিহাসিক স্থানের নাম বদলে ফেলে বাজপা এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উগ্র হিন্দুত্ববাদী নেতাদের নামে নামাঙ্কিত করার প্রচেষ্টা শুরু হয়েছে, সেগুলির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে কংগ্রেস। যেমন মুঘল সরাই স্টেশন এর নাম বদল করে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। দিল্লিতে ঐতিহাসিক মুঘল গার্ডেনের নাম বদল করে রাখা হয়েছে অমৃত উদ্যান।

আরএসএসের পরিকল্পনায় হিন্দুত্ববাদী রাজনীতি

কেন্দ্রীয় শাসক দল বাজপাড় পেছনে অন্যতম চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘোষিত উদ্দেশ্য ভারতকে হিন্দুর রাষ্ট্রে পরিণত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবেই কেন্দ্রের মোদি সরকার এভাবে ভারতের ইতিহাস থেকে বা ইতিহাসকে বিকৃত করে মুঘল শাসকদের অস্তিত্ব মুছে ফেলার উদ্যোগ নিয়েছে বলেই বারে বারে অভিযোগ করেছেন দেশের ইতিহাসবিদরা।

সুপ্রিম কোর্টে মুসলিম ইতিহাস মোছার আর্জি

দেশের ইতিহাসবিজড়িত জনপদের নাম ভারতীয় সংস্কৃতির কথা মনে রেখে পরিবর্তন করা হোক। মুছে ফেলা হোক মুসলিম ইতিহাস। সে জন্য গঠন করা হোক একটি নাম বদল কমিশন। এমন আর্জি জানিয়ে করা এক জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ। আবেদনকারীকে জানিয়ে দিতে ভোলেননি যে, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সুপ্রিম কোর্টও ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান। এমন দেশে ধর্মান্ধতার আশ্রয় নিয়ে ঐতিহাসিক শহর, নগর, জনপদ বা রাস্তার নাম বদলের জন্য কমিশন গঠনের প্রশ্নই ওঠে না। আবেদনকারী ভাজপা নেতা অশ্বিনী উপাধ্যায়ের উদ্দেশে বিচারপতিরা বলেন, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিশানা করে সারা দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না। আমাদের দেশে বারবার বিদেশী শক্তি হানা দিয়েছে। এটা সত্যি। কিন্তু সেটাও ইতিহাসের অঙ্গ। সেই ইতিহাস জনপদ, রাস্তা বা সৌধের নাম পাল্টে মুছে ফেলা যায় না। আমাদের দেশে কি আর কোনো সমস্যা নেই?

সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করেই এবারে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছে কংগ্রেস।