মাত্র ২৪ ঘণ্টা! প্রায় দ্বিগুণ সংক্রমণ, হাজার ছুঁইছুঁই করোনা গ্রাফ

0

Last Updated on June 29, 2022 11:00 PM by Khabar365Din

৩৬৫ দিন। মাত্র ২৪ ঘণ্টা! প্রায় দ্বিগুণ সংক্রমণ। আরও একবার হাজার ছুঁইছুঁই করোনা গ্রাফ।স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৫৪ জন। মৃত শূন্য।পজেটিভিটি রেট, ৯.৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১৯৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা, ৪ হাজার ৭৫৯ জন।

এর আগের দিন, ২৭ তারিখ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। অর্থাৎ, একদিনেই দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। দেশের সামগ্রিক ছবিও এক। তাহলে, কি শুরু চতুর্থ ঢেউ? যদিও, বিজ্ঞানীরা আগেই পূর্বাভাস দিয়ে এক গাণিতিক মডেলের মাধ্যমে জানিয়েছিলেন, জুনে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ। যেটা চলবে অক্টোবর পর্যন্ত।

যদিও, কতটা প্রভাব ফেলবে কিংবা ক্ষতিকর হবে এই ঢেউ, সেটা নির্ভর করছে নতুন স্ট্রেন উপর। তবে, কি নতুন এই স্ট্রেনই কারণ হতে পারে চতুর্থ ঢেউয়ের? তেমনই আশঙ্কা একাংশ গবেষকের। যদিও, চতুর্থ ঢেউ নির্ভরশীল টিকা এবং বুস্টার ডোজের নেওয়ার উপরও। এই ঢেউ চার মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঢেউয়ে আক্রান্তের সংখ্যা আগস্টের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ শিখর ছুঁতে পারে। এই নিয়ে ন্যাশনাল আইএমএ কভিড টাস্ক ফোর্সের কো-চেয়ারম্যান ড. রাজীব জয়দেবন জানান, এই ভাইরাস থাকবে আরও কয়েক বছর। কখনও সংক্রমণ বাড়বে আবার কখনও সংক্রমণ কমবে। এইভাবেই চলবে। নতুন স্ট্রেন এলে হঠাৎ করে একধাক্কায় বেড়ে যাবে সংক্রমণ।

কিন্তু, নতুন ঢেউ ঠিক কখন আসবে সেটা বলা সম্ভব নয়।দেশে তৃতীয় ঢেউয়ের কারণ হিসেবে সামনে আসে ওমিক্রনের নাম। কিন্তু, তৃতীয় ঢেউয়ের সময়েও মৃত্যুহার ছিল যথেষ্ট।

এদিকে, সংক্রমণ উর্ধ্বমুখী হলেও শহরের পথঘাট, পরিবহন, এবং বাজার দোকানে প্রতিদিনই দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here