Last Updated on May 22, 2021 3:00 PM by Khabar365Din




খবর ৩৬৫ দিন টিম
৩৬৫ দিন। এবার বড়োসড়ো বিপাকে মিঠুন চক্রবর্তী। বিরোধী রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের এক ছোবলে ছবি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন মিঠুন চক্রবর্তী। বাংলায় ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভাজপা নেতা এবং কর্মীদের হাতে তৃণমূল নেতা এবং কর্মীদের খুনের অভিযোগ উঠেছে বারে বারে। রাজ্যজুড়ে ভাজপা গেরুয়া পতাকা নিয়ে রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর জন্য আগেই লিখিত অভিযোগ দায়ের হয়েছিল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। কিন্তু ভাজপা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের অধীনে থাকা কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাঁর বিরুদ্ধে। তাই এবারে বাধ্য হয়েই মিঠুনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন বাংলা সিটিজেনস ফোরামের পক্ষে মৃত্যুঞ্জয় পাল। তাঁর হয়ে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী অয়ন চক্রবর্তী। আদালতে লিখিত আবেদনে বলা হয়েছে মিঠুন চক্রবর্তী ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা মঞ্চে ভাজপা শিবিরে যোগ দেওয়ার পর থেকে অসংখ্য বার জনসভা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে বারে বারে উস্কানি দিয়ে বলে গিয়েছেন, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। আমি যা করি, আমি তাই বলি। বা শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এমন কে বিরোধী তৃণমূল নেতা-কর্মী এবং রাজ্যের পুলিশ বাহিনীকেও চমকানোর জন্য তিনি বিভিন্ন জনসভায় গিয়ে বলেছেন, তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টার৷ মিঠুন চক্রবর্তীর মত একজন বিশিষ্ট অভিনেতা যাকে লক্ষ লক্ষ লোক নিজেদের রোল মডেল হিসেবে মেনে এসেছে, তার মুখে এই ধরনের কথা শুনে উত্তেজিত হয়ে বিরোধী শিবিরের নেতা এবং সমর্থকদের খুন করেছে বিজেপি নেতা কর্মীরা। অথচ মিঠুন চক্রবর্তীর নিজে যেখানে সিনেমায় রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন, রামকৃষ্ণের মত যত মত তত পথ ডায়লগ জনসভায় দেননি। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য অনেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করে গিয়েছেন।
ভোটের মধ্যেই মানিকতলা থানায় অভিযোগ দায়ের হলেও তা নিয়ে কোনো ব্যবস্থা গৃহীত না হওয়ায় এবারে সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদহ-র এসিজেএম আদালত। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানি।
এদিন বিচারক পুলিশের রিপোর্ট তলব করেন। পুলিশ এফআইআর করেছে কি না জানতে চান। পুলিশকে যথাযথ তদন্তেরও নির্দেশ দিয়েছেন।