Last Updated on November 20, 2020 8:02 PM by Khabar365Din

আগামী বিধানসভায় বাংলায় বামপন্থীদের ভূমিকা কী হওয়া উচিত সে বিষয়ে সামাজিক মাধ্যমে যে বিতর্ক চলেছে তার পরিপ্রেক্ষিতে কিছু কথা। তৃণমূল বিরােধিতায় বামপন্থীদের অবস্থান অবশ্যই বলিষ্ঠ কিন্তু ধর্মনিরপেক্ষ হওয়া উচিত যা সরকার বিরােধী ভােট বিজেপিতে যাওয়া আটকাতে পারবে- কথাটা শুনতে সঠিক মনে হচ্ছে। গণশক্তিতে প্রকাশিত বক্তব্যে সিপিআইএম সাধারণ সম্পাদকও এই যুক্তি দিয়েছিলেন। তবে আমি স্পষ্ট করে জানাতে চাই যে, সিপিআইএমএল এটা বলছে না। আমরা বলছি।
১) আমরা বিজেপিকে স্পষ্টভাবে এক নম্বর শত্রু হিসাবে চিহ্নিত করছি। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, বিজেপিকে উন্মােচিত করতে হবে, এটাই এক নম্বর করণীয়। সিপিআইএম যা করছে বলে মনে হচ্ছে তা হল রাজ্য সরকার, শুধু মাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, এই যুক্তিতে যে, ওটাই বিজেপি বিরােধী কাজ, এভাবেই বিরােধী ভােটকে নিজের দিকে টেনে আনা যাবে।
২) আমরা স্পষ্টতই সাম্প্রতিক বহুল প্রচারিত কোনাে রকম ধাপ তত্ন, অর্থাৎ ২০২১ এ রাম, ২০২৬ -এ বাম এইরকম ধারণার সম্পূর্ণ বিরােধী। যেহেতু এ ধারণা ইতিমধ্যে বাম সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে, তাই সিপিআইএম এবং বাম নেতাদের এই ধারণাটিকে সরাসরি নাকচ করা উচিত, এর জনপ্রিয়তাকে পাল্টা আক্রমণ করা উচিত। এখনাে কিন্তু তা হচ্ছে না।
৩) সুতরাং পশ্চিমবঙ্গে বামদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষাটি হলাে তাঁরা কীভাবে রাজ্যে তাঁদের উপস্থিত শক্তিকে ব্যবহার করে জনগণকে বিজেপির দ্বারা সৃষ্ট অস্তিত্বের সঙ্কট সম্পর্কে সতর্ক করবে। বাস্তবের মাটিতে কেন্দ্রীয় সরকারের জনবিরােধী নীতিমালা এবং বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কী আন্দোলন গড়ে তুলবে? যখনই প্রয়ােজন তখনই তৃণমূলের নীতির বিরােধিতা করতে হবে – কিন্তু কেন আজ বাংলায় বামপন্থীরা তাদের উপস্থিতি এবং শক্তি কেবল টিএমসি, বা মূলত টিএমসিকে আক্রমণের জন্য ব্যবহার করবে?
৪) সিপিআইএম বলেই চলেছে, আমরা তৃণমূল এবং বিজেপির প্রতিযােগিতামূলক সাম্প্রদায়িকতার বিরােধিতা করি। তারা কিন্তু প্রতিযােগিতামূলক হিন্দুত্ব’ বলে না, তাদের কথা থেকে তারা বােঝাতে চায় যে, তৃণমূল মুসলিম তােষণ তথা মৌলবাদের প্রতিনিধিত্ব করে, আর বিজেপি হিন্দু সাম্প্রদায়িকতার প্রতিনিধিত্ব করে। এই সূত্রায়ন তাে কেবল বিজেপিকেই সহায়তা করে।
৫) সিপিআইএম যখনই বিজেপির কথা বলে, মূলত তাকে কেন্দ্রীয় সরকার হিসাবে বলে থাকে। যান্ত্রিকভাবে, বােধহয় তারা মনে করে যে কোনও রাজ্য বিধানসভা নির্বাচনে, রাজ্য সরকার এবং রাজ্য শাসক দলকেই আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করতে হবে। এ হয়তাে ২০১৪ অবধি সঠিক ছিল, কিন্তু তারপর থেকে বাংলায় বিজেপির স্বতঃস্ফূর্ত সাংগঠনিক বিকাশের বিষয়টি অস্বীকার করা অত্যন্ত বােকামি হবে। দেশ বিভাগের পর থেকে, রাজ্যে সাম্প্রদায়িকতার যথেষ্ট ভিত্তি রয়েছে। বিজেপি এখন সুপ্ত মুসলিমবিদ্বেষী সঙ্কীর্ণতাকে ঢুকিয়ে দিচ্ছে। জনগণকে এ বিষয়ে সচেতন করা ও প্রতিরােধের কথা বলা তাে দূরের কথা, সিপিআইএম এই সমস্যাকে মানতে পর্যন্ত নারাজ।
৬) সিপিআইএম মােদি এবং মমতার মধ্যে একটি মিথ্যা সমতা টানার চেষ্টা করছে। তাদের মােদি ভাই দিদি ভাই’ এই তুলনা বাস্তবের মাটিতে কী প্রভাব ফেলবে? বস্তুগতভাবে, আজ তৃণমূল বিজেপির বিরােধিতা করার অবস্থানে রয়েছে। তাদের মধ্যে সর্বদা ঐতিহাসিক সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটা তাে কংগ্রেসের ক্ষেত্রেও প্রযােজ্য। সিপিআইএম সিপিআইএম-কংগ্রেস জোটকে একটা স্বীকৃত জোট হিসাবে দেখায় এবং টিএমসি ও বিজেপিকে একটি সত্তা হিসাবে দেখ তে চায় (বিহারের বিজেপি-জেডিইউর মতাে)। কিন্তু এটা একটি কল্পকাহিনী ছাড়া আর কি ! বাস্তবে তৃণমূল বিজেপির মাথা ঠোকাঠুকি রয়েছে, সুতরাং ইয়ে অন্দর কি বাত হ্যাঁয়, টিএমসি বিজেপি এক হ্যায়, এই শ্লোগানের কোনাে অনুরণন বাস্তবে কারুর কাছে নেই, কেবল তৃণমূল বিরােধিতা করলেই বিজেপিকে আঘাত করা যাবে এমন ভাবনায় জারিত সিপিআইএম সমর্থকদের একটি ছােট্ট অংশ ছাড়া। বামেরা যদি পশ্চিম বাংলার রাজনীতিতে একটি শক্তিশালী তৃতীয় মেরু হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, তৃণমূল আর বিজেপিকে এক করে দেখা ও সমস্ত শক্তি দিয়ে কেবল তৃণমূল বিরােধিতা করাই যথেষ্ট, এমন ভান চালিয়ে যাওয়া যাবে না। এর পরে আসে অগ্রাধিকার এবং অনুপাতের প্রশ্ন।
৭) অনুপাত এবং অগ্রাধিকারের প্রশ্ন পশ্চিমবঙ্গে সিপিআইএম টিএমসির বিরুদ্ধে দীর্ঘ আক্রমণ চালিয়ে যায়, যেখানে বিজেপির উল্লেখ প্রায় পাদটীকা, যেটার সম্পূর্ণ বিপরীত করা উচিত। বামদের পক্ষে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করা প্রাথমিক এবং মূল কর্তব্য হতে হবে।
৮) বস্তুতপক্ষে, বাংলায়ও দীর্ঘ সিপিআইএম শাসনের বিরুদ্ধে একটি প্রতিষ্ঠান বিরােধিতা রয়েছে, বিশেষত সিঙ্গুর এবং নন্দীগ্রাম পর্যায়গুলির জন্যে। সিপিআইএম তার বিরুদ্ধে থাকা তাদের সরকার অর্জিত এই ক্ষোভকে মানতে ও পরিবর্তন করতে নারাজ, উল্টে এই কল্পকথার পুনরাবৃত্তি করছে যে রাজ্যে তাদের পরাজয়ের কারণ অনৈতিক মহাজোট, এবং কোনওভাবেই সে নিজে দায়ী নয়। আজ ভারতে কৃষকদের লড়াইয়ে নেতৃস্থানীয় শক্তি বামপন্থীরা – উচ্ছেদের বিরুদ্ধে, খ মারের আইনের বিরুদ্ধে। সিঙ্গুর এবং নন্দীগ্রামে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভুল ছিল এটা স্বীকার করে নিলে তাদের কিছুই হারানাের নেই এবং পশ্চিমবঙ্গের কৃষক ও শ্রমিকদের কাছে নতুনভাবে পৌঁছে যেতে চাইলে এই স্বীকারােক্তি বরং তাদের অক্সিজেন দেবে।
৯) বামপন্থীদের বিরুদ্ধে টিএমসির ঠগবাজি ও দুর্নীতির ফলে জনগণের ক্রোধ ও সরকার বিরােধিতা টিএমসি নিজেরাই অর্জন করেছে। যখন আমরা সিপিআইএম এর সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত, তখন বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করা ও বৈধতা দেওয়ার জন্য ন্যায্য ভাবেই টিএমসিকে দায়ী করতে হবে।
১০) পশ্চিমবঙ্গে বিজেপি দক্ষিণপন্থী রাজনীতির প্রধান অভিব্যক্তি। রাজনীতিতে বামপন্থী ছাপ/প্রভাব মুছে ফেলার প্রকল্পের দায়ভার ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বিজেপি গ্রহণ করেছে।