Last Updated on August 2, 2021 12:45 PM by Khabar365Din
৩৬৫ দিন। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, দেশের নিরাপত্তার শীর্ষতম ব্যক্তিদের ফোন ট্যাপ করা হয়েছে। ফোনে আড়িপাতা কাণ্ডের তদন্ত চেয়ে এরইমধ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছে বিরোধীরা। পেগাসাস কাণ্ডে এবার উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে সিপিএম। পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে পরিষ্কার করে জানানো হয়েছে, ব্যক্তি সাধারণের স্বার্থ রক্ষায় সুপ্রিম কোর্টের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত এবং প্রকৃত সত্য সামনে এনে দোষীদের শাস্তি দেওয়া উচিত। যদিও পেগাসাস প্রসঙ্গে পার্টির স্ট্যান্ড পয়েন্ট কী হবে, সে বিষয়ে পলিটব্যুরোর বিবৃতিতে কিছু জানানো হয়নি। এবার ভার্চুয়ালি পলিটব্যুরোর বৈঠকের আয়োজন করা হয়। যেভাবে কেন্দ্রীয় সরকার সংসদে পেগাসাস কাণ্ড নিয়ে আলোচনার দাবি নস্যাৎ করে দিয়েছে পলিটব্যুরোর বিবৃতিতে তার সমালোচনা করেছে সিপিএম। কেন্দ্রীয় সরকার প্রকৃত সত্য প্রকাশ্যে আনতে চায় না। সিবিআই, নির্বাচন কমিশন এর প্রাক্তন শীর্ষ আধিকারিকদের ফোন ট্যাপ হওয়া প্রমাণ করে দেয়, দেশের স্ব-শাসিত প্রতিষ্ঠানগুলি প্রকৃত অর্থে নিজেদের কাজ করতে পারছে না, পলিটব্যুরোর বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে সিপিএম। প্রসঙ্গত পেগাসাস ইস্যুতে, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি একজোট হয়ে সংসদের ভেতরে ও বাইরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। জোটের মুখ কে হবেন, তা প্রধান নয়, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একজোট হাওয়াই একমাত্র কাজ, এই আওয়াজ তুলেছেন মমতা, সোনিয়া, রাহুল সহ দেশের প্রায় সকল শীর্ষ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। কিন্তু ধরি মাছ না ছুঁই পানির মতো, পেগাসাস কান্ড সহ একাধিক বিষয়ে সিপিএমের স্ট্র্যাটিজি কী হবে তা নিয়ে এখনই জোটের সামনে মুখ খুলতে নারাজ সিপিএম।