ঘূর্ণিঝড় মিধিলির ল্যান্ডফল হলো বাংলাদেশে , শীত ঢুকছে বাংলায়

0

Last Updated on November 18, 2023 6:13 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাংলাদেশ উপকূলে শুক্রবার ল্যান্ডফল শুরু হয় ঘূর্ণিঝড় মিধিলির। কয়েক ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল জানালেন আবহাওয়াবিদরা । আর প্রায় ২৫০ কিমি দূরে আলিপুর আবহাওয়া দফতর বলছে আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়।তবে ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছেন আবহাওয়াবীদরা। কারণ, বাংলাদেশের পথেই
গিয়ে বিলীন হলো ঘূর্ণিঝড় মিধিলি।তার ফলেই বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে।তবে এবার হালকা বৃষ্টির প্রকোপ থাকবে
তবে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় কালই রোদ উঠে যাবে, কমবে রাতের তাপমাত্রা। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।আগামী তিন চার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া একই রকম থাকবে। মেঘলা আকাশ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা রবিবার থেকে। ২৪ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। সেই রাতের তাপমাত্রা আবার ৩-৪ ডিগ্রি কমে স্বাভাবিক হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আবহাওয়া শুষ্ক হলে আর্দ্রতা জনিত অস্বস্তি সামান্য হতে পারে।

তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে বলেই জানা যাচ্ছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মতো আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে।পরের রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। সেইসঙ্গে আগামী দু’দিনে হিমালয়ের পাদদেশে অবস্থিত কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।এই সাইক্লোনের জন্য আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা তো থাকছেই এছাড়া নষ্ট হতে পারে শীতের সব্জি। পিছিয়ে যেতে পারে আলু চাষ। ফলে ফের বাজারদর বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার সকালের পর আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা কমার আশা রয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।