Last Updated on November 18, 2023 9:16 PM by Khabar365Din
৩৬৫ দিন। প্রতিবাদ পত্র পৌঁছে গেল এ আর রহমানের কাছে। এ আর রহমানের বিকৃত নজরুল সংগীত ‘কারার ঐ লৌহ কপাট’ ইতিমধ্যেই গোটা দেশ, আন্তর্জাতিক স্তরে ধিকৃত হচ্ছে। প্রথম স্তরে ভারত, বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশের প্রায় ৫০০ জনের প্রতিবাদ পত্র এ আর রহমান এর কাছে এ আর রহমানের কাছে পৌঁছে গেল। কবি নজরুলকে তীব্র অপমানের বিরুদ্ধে দুই বাংলার এই প্রতিবাদ পত্রটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার মুখ্যমন্ত্রী মমতার কাছেও পৌঁছে দেওয়া হবে বলে ইয়রও ভয়েস ট্রাস্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে।কারার ঐ লৌহ কপাট গানটি বাংলার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং দুই বাংলা সহ গোটা বিশ্বের ২৮ কোটি বাঙালির ডায়েসপোরার আবেগ, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক বোধে তীব্র আঘাত করেছে। চিঠিতে পরিষ্কার করে লেখা হয়েছে, আমরা অনুরোধ করছি একজন শিল্পী হিসেবে আপনি বাঙালি জাতির এই আত্মাভিমানকে মর্যাদা দিয়ে গানটি প্রত্যাহার করবেন।
প্রসঙ্গত, যেভাবে এ আর রহমান কারার ঐ লৌহ কপাট গানটিকে তার নতুন ছবি পিপ্পাতে ব্যবহৃত হয়েছে, তা এক প্রকার গানটির আত্মাকে খুন করেছে। বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে গঠিত হওয়া কারার ঐ লৌহ কপাট গানটির আত্মাকে এ আর রহমান খুন করেছেন। অন্য কোন গান হলে হয়তো এত প্রতিবাদ উঠত না। কিন্তু এই গানটির সঙ্গে বাংলার স্বাধীনতা আন্দোলন, চিত্তরঞ্জন দাস, নেতাজী সুভাষচন্দ্র বোস অনেকের নাম জড়িয়ে রয়েছে এই গানটির সঙ্গে। কারার ঐ লৌহ কপাট গানটির আত্মাকে খুন করে এ আর রহমান একদিকে যেরকম বাঙালিকে অপমান করেছেন অন্যদিকে বাংলার স্বাধীনতা সংগ্রামকেও ইচ্ছাকৃতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। একটা জাতির মর্যাদা কে আক্রমণ করেছেন এ আর রহমান, ভারতের কোন সুরকার হিসেবে বাঙালি কে অপমান করার অধিকার কোন মানুষের নেই। তাই এ আর রহমানের বাঙালি জাতিকে চরম অপমানের প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোটা পৃথিবীর ২৮ কোটি বাঙালি মানুষ। প্রত্যেকেরই এক দাবি, গানটি প্রত্যাহার করুন এ আর রহমান কিংবা ফিল্ম নির্মাতারা। উল্লেখ্য, ইওর ভয়েস ট্রাস্টের তরফে দুই বাংলার মোট আপাতত ৫০০ জনের বেশি গুরুত্বপূর্ণ বাঙালির মতামত এদিন এ আর রহমান এর কাছে পৌঁছে গিয়েছে। ইওর ভয়েস ট্রাস্টের পক্ষ থেকে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী অনির্বাণ গুড়ঠাকুরতা, এবং আইনজীবী অরুণাংশ চক্রবর্তী ইয়োর ভয়েস ট্রাস্টের পক্ষ থেকে এই প্রতিবাদ পত্রের প্রস্তাবক।