দিলীপের পূর্ণ সমর্থন বুদ্ধর পদ্ম প্রাপ্তিতে, ভাজপার কেন্দ্রীয় সহ সভাপতি বললেন, কমিউনিস্ট কাঁকড়ার জাত

0
বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ছবি: অমিত ধর

Last Updated on January 28, 2022 12:36 AM by Khabar365Din

কাঁকড়া

৩৬৫দিন। কমিউনিস্টদের কাঁকড়ার সঙ্গে তুলনা করলেন ভাজপার (BJP) কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) কেন্দ্রের পদ্মভূষণ (Padma Bhushan) পুরস্কারে পূর্ণ সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন,কমিউনিস্টরা কাঁকড়ার মতো কাউকে উপরে উঠতে দেয় না। জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী হতে দেয়নি তার দল।

বুদ্ধবাবু শুধু রাজনীতিক নন,সাহিত্যিকও বটে। উনি দলীয় অনুশাসন মেনে চলেন তাই সম্ভবত উনি পদ্মভূষণ নিতে অস্বীকার করলেন।ভুলে যাবেন না, সোমনাথবাবুকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার মৃত্যুর পর তাই সোমনাথবাবুর মেয়ে সিপিএম (CPIM) নেতাদের বাড়িতে ঢুকতে দেয়নি। এটা ভুলে যাওয়া যাবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here