কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরে লাল সতর্কতা

0

৩৬৫ দিন। আবারও শহরে বাড়ছে অস্বস্তি। একইসঙ্গে বেড়েছে তাপমাত্রাও। অন্যদিকে, উত্তরে লাগাতার টানা বর্ষণ।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী,আপাতভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ জেলায় বজ্র বিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি লাল সতর্কতা।

কারণ জানিয়ে এক আবহাওয়াবিদ জানান, উত্তর প্রদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যেটি গিয়েছে বিহার, উত্তরবঙ্গের উপর দিয়ে। তার টানেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সমতলে। এই কারণেই বৃষ্টি।

দফতরের খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। অতি ভারী বর্ষণের পূর্বাভাস কুচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরে। ৩০ তারিখ, কুচবিহার, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির জন্যে পাহাড়ি এলাকার জন্যে বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

যেখানে বলা হয়েছে, পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা থাকছে। নদীর জলস্তর বাড়বে। শস্যের ক্ষতি হতে পারে। অপেক্ষাকৃত নিচু জায়গা জলমগ্ন হতে পারে। পরিপক্ক ফসল কেটে নিতে হবে। মাঠে ড্রেনের ব্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here