Last Updated on July 23, 2023 8:15 PM by Khabar365Din
৩৬৫ দিন। কলকাতার উচ্চতম স্কাইস্ক্যাপার ৪২ চৌরঙ্গী বিল্ডিংয়ের ৬৫ তলা থেকে ঝাঁপ দেবেন লেফট্যানেন্ট কমান্ডার সত্যেন্দ্র বর্মা এবং গ্রুপ ক্যাপ্টেন কমল সিং অব্রেট। প্রায় ৮৮৮ ফুট উপর থেকে ৫১ সেকেন্ডে তারা বেস ল্যান্ডিং করবেন। মাটি থেকে মাত্র ৪৪১ ফুট ওপরে শুধুমাত্র সাইলেন্ট ল্যান্ডিং এর জন্য অ্যান্টি ক্র্যাশ প্যারাশুট খুলবেন, তবে চৌরুঙ্গীর বড় রাস্তায় নয়,তাদের পারফেক্ট ল্যান্ডিং হবে ময়দানের সবুজ ঘাসে। সাধারণত এই ধরনের উচু ইমারত থেকে বেস জাম্পিং হলে ল্যান্ডিং নিচের রাস্তায় হয়,কিন্তু দুই সেনা অফিসার তাদের ল্যান্ডিং এর জন্য ৪২ চৌরঙ্গী বিল্ডিংয়ের থেকে ১০০০ ফুট দূরের ময়দানকেই সেরা বলে বেছে নিয়েছেন।
স্কাই জাম্পিং বা এয়ারক্রাফট প্যারাসুট জাম্পিং এর থেকে সম্পূর্ন আলাদা এই বেস জাম্পিং। নির্দিষ্ট কোনও উচ্চতা থেকে প্যারাসুট ছাড়াই ফ্রি ফল হয়,মাটি থেকে কিছু উপরে অ্যান্টি ক্র্যাশ ল্যান্ডি প্যারাসুট খোলে, যাতে ল্যান্ডিং সঠিক হয়,চোট না লাগে। এই দুই প্রাক্তন সেনা অফিসার এর আগে মালয়েশীয়ার বিখ্যাত কে এল টাওয়ারের ওপর থেকে বেস জাম্পিং করার রেকর্ড আছে। এছাড়াও সুইজারল্যান্ড, ব্রাজিল,অস্ট্রেলিয়া এমনকি উত্তরমেরুতেও তাদের এমন দুঃসাহসী কীর্তি রয়েছে।
১৫৫ টির বেশি বেস জাম্পিং এর অভিজ্ঞতা সম্পন্ন এই দুই সেনা অফিসার এই রোমহর্ষক কান্ড করবেন শুধুমাত্র ফুটবলকে প্রমোট করার জন্যই।
এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টকে আকর্ষণীয় এবং গ্ল্যামারাস বানাতে এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে। ১৩৬ বছরে পদার্পণ করছে ঐতিহ্যের ডুড়ান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। ঝকমকে আর জৌলুসে ভরা কর্পোরেট আইএসএল এর দাপটে ম্রিয়মাণ ও গুরুত্ব হারানো ভারতের অসংখ্য ফুটবল প্রতিযোগিতার মতোই প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছিল ভারতীয় আর্ম ফোর্সের এই ডুড়ান্ড টুর্নামেন্ট।
অধিকাংশ ফুটবলপ্রেমী জানেন না কবে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা কিংবা কোন চ্যানেলে দেখানো হচ্ছে খেলা। তবে গত সাত বছর ধরে রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে নতুন করে ফিরেছে ডুড়ান্ড। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উদ্যোগ নিয়ে সেনার সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রাচীনতম এই প্রতিযোগিতাকে আবার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সারা দেশ ঘুরে মঙ্গলবার কলকাতায় আসছে ডুড়ান্ড ট্রফি। তার মধ্যেই দুই দুঃসাহসী সেনা অফিসারের এই অভিনব উদ্যোগ নিসন্দেহে সারা দেশের আকর্ষণ ডুড়ান্ড প্রতিযোগিতার দিকে আকর্ষণ করবে।