Last Updated on April 26, 2023 7:47 PM by Khabar365Din
৩৬৫ দিন। মোদি শাহ ডাকলেও আর ভাজপায় ফিরব না ! সোমবার মাইসুরু থেকে যখন কর্নাটক ভোটের প্রচার শুরু করছেন অমিত শাহ তখন প্রাক্তন দলের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বর্ষীয়ান নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার। ভাজপা সূত্রে খবর, কর্নাটকে ভাজপার ফল কি হবে তা অনেকটা শাহের এই সফরের ওপর নির্ভর করবে। চলতি সফরে তিনি মুলত জেডিএস এবং কংগ্রেসের শক্ত ঘাঁটিতে জনসভা এবং র্যালি করবেন। ঘনিষ্ঠ মহলে ভাজপা নেতারা মেনে নিচ্ছেন সরকারে থাকা এমন কোনও রাজ্যে এ ভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়নি যা কর্নাটকে হচ্ছে।
একদিকে বোম্মাই সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে কিন্তু তার চেয়েও বড় সমস্যা হল ঠিক ভোটের মুখে একের পর এক বিজেপি নেতার দলত্যাগ। যা দলের সংগঠন নষ্ট তো করছেই সেই সঙ্গে জনমানসেও বিরূপ প্রতিক্রিয়া তৈরী করছে। তারা মনে করছেন এর বিরুদ্ধে লড়াই করতে গেলে ভরসা সেই ব্যান্ড মোদি। যার প্রচার করতেই এসেছেন শাহ। যদিও সেট্টার বলছেন, ভাজপার এবারের ভোটে ভরাডুবি নিশ্চিত। দলের এই ক্ষয়ের জন্য তিনি কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, সন্তোষ তার পছন্দের লোকদের পদ পাইয়ে দিচ্ছেন, টিকিট দেওয়ার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে। অযোগ্যদের সামনের সারিতে আনা হয়েছে। পুরনো নেতাদের গুরুত্বহীন করে তাদের অপমান করা হয়েছে। এই ভাবে ভোটে জেতা যায় না।