Last Updated on July 29, 2023 9:27 PM by Khabar365Din
১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত
উডল্যান্ডস হাসপাতাল থেকে রিপোর্ট,
ছবি ইন্দ্রনীল সাহা, সৌমেন ভট্টাচার্য, অমিত বন্দ্যোপাধ্যায়
৩৬৫দিন। ২০২১ সালের ২৫ মে করোনা পজিটিভ হন। তখনও ফুসফুসে সংক্রমণ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর বাড়িতেই এতদিন তার চিকিৎসা চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই বুদ্ধবাবুর শারীর খারাপ হতে থাকে। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তার বাড়িতে যান বুদ্ধবাবুর ফ্যামিলি ফিজিশিয়ান চিকিৎসক কৌশিক চক্রবর্তী। যদিও রাতে শরীর খানিকটা ঠিক থাকলেও আজ সকাল থেকেই আবারও ফুসফুসে সংক্রমনের জেরে শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ছুটে যান ড. কৌশিক চক্রবর্তী সহ উডল্যান্ডসের একটি চিকিৎসক দল।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষার পরই চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপরই বুদ্ধবাবুর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের অফিসাররা লালবাজারের হেডকোয়ার্টারে খবর দেন। তারপরই গ্রিন চ্যানেল করে তাকে উদল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি করে হাসপাতালে এসে পৌঁছান বুদ্ধবাবুর পুত্র সুচেতন ভট্টাচার্য। এরপরই সিপিএম নেতা রবীন দেব,ভাজপা নেতা শমিক ভট্টাচার্য এক এক করে হাসপাতালে আসেন। বুদ্ধবাবুর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে তারা বেরিয়ে যান। এদিকে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে সন্ধ্যের ৭:১৫ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান সুচেতন ও স্ত্রী মীরা ভট্টাচার্য।