UPSC: ইউপিএসসি ডাকাতদের নিয়োগ করছে ! বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

0

Last Updated on April 10, 2023 7:17 PM by Khabar365Din

৩৬৫ দিন। ইউপিএসসি-র মাধ‍্যমে যারা সরকারি অফিসার নিযুক্ত হন তারা সব এক একটি বড় মাপের ডাকাত ! বালাসোরে এক অনুষ্ঠানে বক্তব‍্য রাখতে গিয়ে এমন-ই মন্তব‍্য করলেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন এবং জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেস্বর টুডু। খনি মাফিয়াদের প্রসঙ্গে বলতে গিয়ে টুডু ইউপিএসসি পরীক্ষার যোগ‍্যতামান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমাদের দেশে মুরগি চোরদের পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিচ্ছে অথচ যে মাফিয়ারা খনি চুরি করে কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের ধরা হচ্ছে না। এর কারণ, যে অফিসারদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ‍্যমে চাকরিতে যোগ দেন তারা সব এক একজন ডাকাত !

পরে অবশ‍্য নিজের বক্তব‍্য কিছুটা সংশোধন করে নিয়ে ওড়িশার ভাজপা সাংসদ বলেন, দিল্লিতে আমার বাড়ির পেছনেই ইউপিএসসি-র অফিস। আমি আগে এই সংস্থাকে সম্মান করতাম। মনে করতাম ইউপিএসসি-র মাধ‍্যমে কঠিন পরীক্ষায় পাস করে যারা অফিসার হচ্ছেন তারা সৎ, কর্মঠ কিন্তু আমার সেই বিশ্বাস ভেঙে গিয়েছে। তবে সব অফিসার অসৎ তা নয় তবে বেশীরভাগ-ই ডাকাত। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব‍্যে স্বভাবতই অস্বস্তিতে ভাজপা। সরকারি ভাবে এই মন্তব‍্যের পরিপ্রেক্ষিতে ভাজপার তরফে কোনও প্রতিক্রিয়া না এলেও বিষয়টিকে মন্ত্রীর ব‍্যক্তিগত মত বলে চালাতে চাইছে তারা। বিরোধীদের বক্তব‍্য, ইউপিএসসি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। তার কর্মযোগ‍্যতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যখন প্রশ্ন তোলেন তার তখন তা গুরুতর। ইউপিএসসি যদি ডাকাতদের সরকারি পদে নিয়োগ করে তবে তো তা ভয়ঙ্কর ব‍্যাপার। মোদি স‍রকার কেন তদন্তের নির্দেশ দিচ্ছে না, প্রশ্ন তুলছেন অনেকে। আবার অনেকের মতে, ইউজিসি-র মত এবার ইউপিএসসি-তেও হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র।